অফবিট

জরুরি পরিষেবায় বাঁশের তৈরি বিছানা ও হুইলচেয়ার বানালেন আইআইটি পড়ুয়ারা

Advertisement
Advertisement

শ্রেয়া চ্যাটার্জি – চিকিৎসা ব্যবস্থার মানোন্নয়নে গৌহাটির আইআইটির পক্ষ থেকে ছাত্ররা এক অভিনব বিছানা নিয়ে এল। যেটি বানানো হয়েছে বাঁশ দিয়ে। শুধু তাই নয়, তারা শুধু বিছানাই নয়, তারা বাঁশ দিয়ে তৈরি হুইলচেয়ারও এনেছেন। জরুরীকালীন পরিষেবা দেবার জন্যই এমন উদ্যোগ পড়ুয়াদের।

Advertisement
Advertisement

তাদের মতে, “এখনো পর্যন্ত কোন চিকিৎসালয় বাঁশের তৈরি বিছানা ব্যবহার হয়নি কিন্তু বাঁশ এই অঞ্চলে প্রচুর পরিমাণে পাওয়া যায়, তাই এখন আমাদের প্রকৃতি থেকে শিখতে হবে যে কি করে প্রকৃতি থেকেই প্রাপ্ত জিনিস নিয়ে সেটাকে ব্যবহারযোগ্য করে তুলতে হয়।” তারা আরও বলেন যে, “এই বাঁশ দিয়ে বিছানা গুলি তৈরি হওয়ার ফলে শুধুমাত্র যে হাসপাতালগুলি উপকৃত হবে তাই নয়, অনেক মানুষও এই ধরনের বাঁশের কাজ করে জীবিকা উপার্জন করতে পারবে। যা আঞ্চলিক অর্থনৈতিক ভিত্তি অনেক বেশি শক্তপোক্ত করবে।”

Advertisement

এখন অনেক জীবিকায় প্রায় লুপ্ত হতে চলেছে। মানুষ এখন উন্নতির শিখরে উঠতে চায়, ঘরের মধ্যে ঝকঝকে জিনিস দিয়ে ঘর সাজাতে মানুষ বেশি উৎসাহিত। তবে ইদানীং অনেকেই পরিবেশ প্রেমী হয়ে ওঠার দরুন বাঁশ কে অনেকেই আপন করে নিয়েছেন। বাঁশের তৈরি ফুলদানি , বাঁশের তৈরি জলের বোতল; তবে এমন বাঁশের তৈরি বিছানাও বেশ সুন্দর। যার ফলে হাসপাতালগুলি উপকৃত হল এবং কয়েকটা মানুষের কর্মসংস্থানে সুরাহা হল। সব মিলিয়ে বিষয়টা বেশ ভালো। তবে প্রকৃতির জিনিসকেই আমাদেরই বেছে নিতে হবে। তাকেই আমাদের মতন করে সাজিয়ে গুছিয়ে ব্যবহারের উপযুক্ত করে তুলতে হবে। তবে অবশ্যই মাথায় রাখতে হবে এতে যেন প্রকৃতির কোন ক্ষতি না হয়।

Advertisement
Advertisement
Advertisement

Related Articles

Back to top button