Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

বিমানে উঠতে হলে মানতে হবে কেন্দ্রের ১০টি বিশেষ নিয়ম, জানুন

আগামী সোমবার থেকে শুরু হচ্ছে দেশের মধ্যে ঘরোয়া বিমান পরিষেবা। তবে এখনকরোনার জেরে বিমানে যাতায়াতের পদ্ধতি পুরোপুরি পরিবর্তন করা হয়েছে। কেন্দ্রীয় বিমান মন্ত্রকের পক্ষ থেকে যাত্রীদের জন্য বিশেষ গাইডলাইন বেঁধে…

Avatar

আগামী সোমবার থেকে শুরু হচ্ছে দেশের মধ্যে ঘরোয়া বিমান পরিষেবা। তবে এখনকরোনার জেরে বিমানে যাতায়াতের পদ্ধতি পুরোপুরি পরিবর্তন করা হয়েছে। কেন্দ্রীয় বিমান মন্ত্রকের পক্ষ থেকে যাত্রীদের জন্য বিশেষ গাইডলাইন বেঁধে দেওয়া হয়েছে। শুধু গাইডলাইন নয়, বিমানে যাতায়াতের ক্ষেত্রে নতুন ভাড়া বেঁধে দিয়েছে কেন্দ্র। ৪০ মিনিটের কম সফরের ক্ষেত্রে এখন থেকে ভাড়া গুনতে হবে ২০০০-৬০০০ টাকা।

নিচে বিস্তারিত ভাড়ার তালিকা দেওয়া হল-

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

৪০-৬০ মিনিটের সফরের ভাড়া ২৫০০-৭৫০০ টাকা।

৬০-৯০ মিনিটের সফরের ভাড়া ৩০০০-৯০০০ টাকা।

৯০-১২০ মিনিটের সফরের জন্য ভাড়া দিতে হবে ৩৫০০-১০০০০ টাকা।

১২০-১৫০ মিনিটের সফরের ভাড়া ৪৫০০-১৩০০০ টাকা।

১৫০-১৮০ মিনিটের সফরের জন্য ভাড়া লাগবে ৫৫০০- ১৫৭০০ টাকা।

১৮০-২১০ মিনিটের সফরের ভাড়া ৬৫০০-১৮৬০০ টাকা।

এখন থেকে বিমানে যাতায়াতের ক্ষেত্রে যে সমস্ত নিয়ম মানতে হবে, সেগুলি হল-

১) প্রত্যেক যাত্রীকে অন্তত ২ ঘন্টা আগে পৌঁছাতে হবে। যে সমস্ত যাত্রীদের পরবর্তী ৪ ঘন্টার মধ্যে বিমান আছে, তারাই বিমানবন্দরে প্রবেশ করতে পারবেন।

২) প্রত্যেক যাত্রীকে মাস্ক, গ্লাভস পড়তে হবে।

৩) আরোগ্য সেতু সব যাত্রীর ফোনে রাখতে হবে। ১৪ বছরের নিচে শিশুদের জন্য এই বাধ্যতামূলক নয়।

৪) প্রত্যেকের থার্মাল স্ক্রিনিং করা হবে। বিভিন্ন জায়গায় থার্মাল স্ক্রিনিং মেশিন বসানো থাকবে।

৫) কোনোরকম ট্রলি ব্যাগ বহন করা যাবে না। ব্যবহার করলে উপযুক্ত কারণ দেখতে হবে।

৬) ভিতরে প্রবেশের আগে ব্যাগ, জিনিসপত্র স্যানিটেজ করতে হবে। এমনকি জুতো স্যানিটেজ করা হবে।

৭) চেক-ইন করার জন্য অনেক গুলো কাউন্টার থাকবে।  যাতে কোনো অসুবিধা না হয়।

৮) সংবাদপত্র/ ম্যাগাজিন এখন থেকে আর দেওয়া হবে না।

৯) হ্যান্ড স্যানিটাইজার দেওয়া হবে যাত্রীদের ও বিমান কর্মীদের।

১০) বিমানবন্দরের ভিতরে দোকান খোলা থেকেও খাবার বাইরে গিয়ে খেতে বলা হচ্ছে।

 

About Author