নাগরিকত্ব সংশোধনী বিল পাস হওয়ার পর থেকেই বিরোধী দলেরা এর বিরুদ্ধে তীব্র প্রতিবাদ শুরু করে। তাদের মতে এই আইন সাধারণ মানুষের মধ্যে বিভাজনের সৃষ্টি করবে। এবার বিরোধী দলের বিরুদ্ধে পাল্টা জবাব দিলেন প্রধানমন্ত্রী।
ঝাড়খন্ডের নির্বাচনী প্রচারে প্রধানমন্ত্রী বলেন, বিরোধী দলেরা মুসলিমদের উস্কানি দিচ্ছে। নতুন আইন ভারতীয়দের কোনো ক্ষতি করবে না বা নাগরিকত্বও কেড়ে নেবে না। এই আইন মূলত যারা পাকিস্তান, আফগানিস্তান ও বাংলাদেশে ধর্মীয় ভাবে অত্যাচারিত হয়ে ভারতে এসেছেন তাদের জন্যে।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowআরও পড়ুন : পোশাক বিতর্কে মোদীকে তীব্র আক্রমণ মমতা বন্দ্যোপাধ্যায়ের
কিন্তু বিরোধী দলগুলি এই সম্পর্কে ভুল বুঝিয়ে মুসলিমদের খেপিয়ে তুলছে। শুধু তাই নয় তিনি আরও বলেন যে, “কংগ্রেসকে আমি খোলাখুলি চ্যালেঞ্জ করছি সাহস থাকলে প্রতিটি পাকিস্তানিকে ভারতীয় নাগরিকত্ব দেবে আর কাশ্মীর, লাদাখে ৩৭০ ধারা ফিরিয়ে আনবে।”
তিনি এও বলেন যে এইসব ভুলভ্রান্তির রাজনীতি বন্ধ করতে।তিনি যুবসমাজকে আবেদন জানিয়েছেন শান্তি, গনতন্ত্র বজায় রেখে প্রতিবাদ করতে। এমন বিক্ষোভ না করতে যাতে সাধারণ মানুষকে ভুগতে হয়।