Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

পরিবারের নিরাপত্তার জন্য বাড়িতে গ্যাস সিলিন্ডার থাকলে এই ১০ টি নিয়ম মেনে চলুন!

ভারত বার্তা ডিজিটাল ডেস্ক, সোমনাথ বিশ্বাস : টিভি, খবরের কাগজ খুললেই গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের খবর পাওয়া যায় প্রায়শই। গ্যাস সিলিন্ডার সকল বাড়িতেই আছে। আর বাড়িতে গ্যাস সিলিন্ডার থাকলে কিছু নিয়ম…

Avatar

ভারত বার্তা ডিজিটাল ডেস্ক, সোমনাথ বিশ্বাস : টিভি, খবরের কাগজ খুললেই গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের খবর পাওয়া যায় প্রায়শই। গ্যাস সিলিন্ডার সকল বাড়িতেই আছে। আর বাড়িতে গ্যাস সিলিন্ডার থাকলে কিছু নিয়ম মেনে চলা উচিত। যেটা আপনার ও আপনার পরিবারের জন্যে নিরাপদ। জেনে নিন এরকমই ১০ টি নিয়ম-

১. গ্যাস সিলিন্ডারের সাথে যে রবারের পাইপটা থাকে সেটাতে ISI ছাপ আছে কিনা দেখে নিন ভালো করে। এই পাইপ টির দৈর্ঘ্য যেন ১ থেকে ১.৫ ফুটের বেশি না হয়।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

২. রেগুলেটরের নজলটি যাতে পাইপ দিয়ে ভাল করে কভার করা থাকে, তা লক্ষ্য রাখুন। গরম বার্নারের সঙ্গে যাতে গ্যাসের পাইপ কোনও ভাবে লেগে না থাকে, তা খেয়াল রাখুন নিয়মিত।

৩. পাইপটি ২ বছরে একবার অবশ্যই বদলান। পাইপটি মাঝে মাঝে ভিজে কাপড় দিয়ে পরিষ্কার করুন।

৪. গ্যাস পাইপটিকে কোনো কাপড় বা প্লাস্টিক জাতীয় কাপড় দিয়ে মুড়ে রাখবেন না। এতে গ্যাস লিক হলে ধরা পড়বে না সহজে।

৫. গ্যাস লিক হচ্ছে বুঝলে তাড়াতাড়ি ঘরের দরজা জানলা গুলো খুলে দেবেন। ভুলেও বাড়ির কোনো ইলেক্ট্রিক অ্যাপ্লায়েন্স অন করবেন না।

৬. গ্যাস লিক হওয়ার কিছুসময় পর পর্যন্তও যদি গ্যাস বের হতে থাকে, তাহলে গ্যাস অফিসে ফোন করুন। সিলিন্ডারের সেফটি ক্যাপটিও পরিয়ে দিতে পারেন।

৭. খালি সিলিন্ডার থেকে যখন রেগুলেটর খুলবেন আশেপাশে যেনো কোনো আগুনের উৎস না থাকে সেদিকে খেয়াল রাখুন।

৮. ঘরে এমন জায়গায় সিলিন্ডার রাখবেন না, যে জায়গা সহজেই গরম হয়ে যায়।

৯. ভর্তি সিলিন্ডারের উপরে কখনোই কাপড় বা থালাবাসন রাখবেন না।

১০. গ্যাস ওভেনটি সবসময় সিলিন্ডারের থেকে অন্তত ৬ ইঞ্চি উপরে রাখুন। এগুলো মেনে চলুন, অবাঞ্চিত ঘটনা এড়ানো সম্ভব হবে। আর কোনো সমস্যা হলে গ্যাস অফিসে সাথে সাথে ফোন করুন।

About Author