কেন্দ্রীয় সরকার এখন ভারতের সাধারণ মানুষের জন্য নানা রকমের প্ল্যান নিয়ে আসছে। এই ধরনের পরিকল্পনায় মানুষকে যেমন আর্থিক সুবিধা দেওয়া হয়, তেমনি তাদের টাকা থাকে একেবারে সেফ। এই ধরনের প্ল্যানে আপনার টাকা নিয়ে কোনো সমস্যা হবেনা। এই সমস্ত প্ল্যানের মধ্যে রয়েছে PM কিষাণ, কিষাণ ক্রেডিট কার্ড স্কিম, PM গরীব কল্যাণ যোজনা, PM উজ্জ্বলা যোজনা ইত্যাদি। এর পাশাপাশি কেন্দ্রীয় সরকার জনগণের জন্য প্রধানমন্ত্রী জন ধন যোজনার মতো একটি লাভজনক প্রকল্পও সম্প্রতি শুরু করেছে। এই স্কিমের অধীনে দেশের অ্যাকাউন্টধারীরা সর্বাধিক ১০ হাজার টাকা তোলার সুবিধা পান। আপনি যদি সরকারের এই সুবিধা পেতে চান তবে আপনি এই অ্যাকাউন্ট খুলতে পারেন।আপনাদের জানিয়ে রাখি, প্রকল্পটি ২০১৪ সালে শুরু হয়েছিল। ইতিমধ্যেই এই প্রকল্প আবেদন করেছেন দেশের কোটি কোটি মানুষ। অর্থাৎ সরকারের পরিকল্পনা যে কতটা সফল তা সহজেই অনুমান করা যায়। এর পরে, সরকার ২০১৮ সালে এই প্রকল্পের দ্বিতীয় সংস্করণ শুরু করা হয়। এই স্কিমের অধীনে, সরকার মানুষকে জিরো ব্যালেন্সে ১০,০০০ টাকা তোলার সুবিধা করে দেয়। অবশ্য সেটা ওভারড্রাফট হিসাবেই। তবে সেটার পাশাপাশি অনেক সুযোগ সুবিধা পাওয়া যায় এই একাউন্টে।কোন কোন সুবিধা পাবেন?আপনাদের জানিয়ে রাখি যে, এই প্রকল্পের অধীনে ১০ বছরের কম বয়সী শিশুরাও একটি অ্যাকাউন্ট খুলতে পারে। অ্যাকাউন্ট খোলার পরে, একাউন্টধারীরা একটি Rupay এটিএম কার্ড, ২ লাখ টাকার দুর্ঘটনা বীমা কভার, ৩০ হাজার টাকার জীবন বীমা এবং জমাকৃত পরিমাণের সুদ পান। এর পাশাপাশি যদি আপনার কাছে এই একাউন্ট থাকে, তাহলে আপনি ১০ হাজার টাকার ওভারড্রাফ্ট করতে পারবেন। PM জন ধন যোজনা অ্যাকাউন্ট যে কোনও ব্যাঙ্কে খোলা যেতে পারে। এই অ্যাকাউন্টের বিশেষ বিষয় হল এতে ন্যূনতম ব্যালেন্স বজায় রাখার প্রয়োজনও নেই।প্রধানমন্ত্রী জন-ধন যোজনায় প্রয়োজনীয় নথিপত্রআপনি যদি PM জনধন অ্যাকাউন্ট খুলতে চান তবে আপনার কিছু নথির প্রয়োজন হবে, যেমন আধার কার্ড, প্যান কার্ড, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট সাইজ ফটো ইত্যাদি।প্রধানমন্ত্রী জন ধন যোজনার জন্য গুরুত্বপূর্ণ বিবরণআপনাদের জানিয়ে রাখি, আপনি যদি প্রধানমন্ত্রী জন ধন অ্যাকাউন্ট না খুলে থাকেন তবে এটাই আপনার জন্য সবথেকে ভালো সময়। এখনও প্রধানমন্ত্রী জন ধন যোজনার অধীনে জিরো ব্যালেন্সে ব্যাঙ্ক অ্যাকাউন্টের সংখ্যা এখন ৪১ কোটি ছাড়িয়েছে। এর অধীনে অ্যাকাউন্টধারীরা প্রধানমন্ত্রী জন ধন অ্যাকাউন্টে অনেক সুবিধা পান। আপনার PMJDY অ্যাকাউন্টে ব্যালেন্স না থাকলেও আপনি ১০,০০০ টাকা অবধি টাকা তুলতে পারবেন। এছাড়াও, আপনি Rupay ডেবিট কার্ড সুবিধা পেতে পারেন। এর মাধ্যমে আপনি অ্যাকাউন্ট থেকে টাকা তুলতে পারবেন এবং কেনাকাটাও করতে পারবেন।