Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

পৃথিবীর অদ্ভুত সেক্স আইন! যা জানলে আপনি অবাক হবেন

ভারত বার্তা ডিজিটাল ডেস্ক, সোমনাথ বিশ্বাস : সেক্স নিয়ে আইন! শুনতে অবাক লাগছে তো? কিন্তু এরকমই কিছু আইন আছে সারা পৃথিবী জুড়ে ছড়িয়ে ছিটিয়ে। সেক্স নিয়ে সারা পৃথিবীতে এমন অনেক…

Avatar

ভারত বার্তা ডিজিটাল ডেস্ক, সোমনাথ বিশ্বাস : সেক্স নিয়ে আইন! শুনতে অবাক লাগছে তো? কিন্তু এরকমই কিছু আইন আছে সারা পৃথিবী জুড়ে ছড়িয়ে ছিটিয়ে। সেক্স নিয়ে সারা পৃথিবীতে এমন অনেক আইন আছে যেগুলো আমরা বেশিরভাগই জানিনা। তেমনই কিছু অদ্ভুত আইন জেনে নিন আজ! এমনই ১৩ টি অদ্ভুত আইন যেগুলো সেক্স নিয়ে পৃথিবীময় ছড়িয়ে আছে-

১. কন্ডোম ব্যবহারের সুবিধা নিয়ে অনেকদিন থেকেই প্রচার করা হয়। মানুষ এখন আগের থেকে অনেক বেশি সচেতনও হয়েছে এই বিষয়ে। নেভাদাতে কন্ডোম ছাড়া সেক্স পুরোপুরি অবৈধ। সেখানে কন্ডোম নিতেই হবে সেক্সের জন্য।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

২. মার্কিন যুক্তরাষ্ট্রের নিউজার্সিতে গাড়ির মধ্যে সেক্স করার সময় যদি ভুল করে হর্ণ বেজে যায়, তাহলে পুলিশ ধরে নিয়ে যায়।

৩. ইন্দোনেশিয়ায় আত্মরতি মারাত্মক অপরাধের মধ্যে ধরা হয়। ধরা পড়লে যৌনাঙ্গ কেটে নেওয়ার মতো শাস্তি দেওয়া হয়।

৪. ওয়াশিংটনে একমাত্র মিশনারী পজিশনেই সেক্স বৈধ।

৫. মার্কিন যুক্তরাষ্ট্রের মিনেসোটার আলেকজান্দ্রিয়াতে পেঁয়াজ-রসুন বা মাছের গন্ধ মুখে থাকলে স্ত্রীকে চুমু খেতে পারবেন না স্বামী।

৬. লেবাননে পশুর সাথে সেক্স করা বৈধ। তবে শুধুমাত্র পুরুষরাই তা করতে পারবে এবং করা যাবে কেবলমাত্র স্ত্রী পশুদের সাথে।

৭. কলম্বিয়ার এক অঞ্চলে বিয়ের রাতে মেয়ের যৌনমিলন দেখতে হয় মা’কে। এটাই সেখানকার নিয়ম।

৮. হাঙ্গেরির বুদাপেস্টে আলো জ্বালিয়ে সেক্স করা মানা।

৯. প্রশান্ত মহাসাগরীয় দ্বীপ গুয়াম-এ কুমারী মেয়েদের বিয়ে হয় না। সেখানে কুমারী মেয়েদের কুমারীত্ব হরণ করা নিয়মে পর্যবসিত হয়েছে।

১০. মার্কিন যুক্তরাষ্ট্রের আইওয়া অঞ্চলে কোনো পুরুষের গোঁফ থাকলে সে জনসমক্ষে কোনো মহিলাকে চুমু খেতে পারবে না।

১১. ম্যাসাচুসেটসে সেক্সের সময় মেয়েরা ছেলেদের উপরে থাকতে পারবে না, এটাই সেখানকার নিয়ম।

১২. ফ্লোরিডাতে স্ত্রীর বুকে চুমু খেতে পারবেন না স্বামী।

১৩. মার্কিন স্টেট ওরেগনে সেক্সের সময় ‘ডার্টি টক’ অবৈধ।

About Author