Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

মতুয়ারা অবৈধ হলে মোদী-শাহ অবৈধ্য, ঠাকুরনগর থেকে মন্তব্য অভিষেকের

বহরমপুর থেকে এইদিন সভা শুরু করেন শাসক শিবিরের সাংসদ তথা তৃণমূলের যুব সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। তার স্ত্রী রুজিরা এবং শ্যালিকাকে সিবিআই জিজ্ঞাসাবাদের পর এটি প্রথম জনসভা তৃণমূলের যুব…

Avatar

বহরমপুর থেকে এইদিন সভা শুরু করেন শাসক শিবিরের সাংসদ তথা তৃণমূলের যুব সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। তার স্ত্রী রুজিরা এবং শ্যালিকাকে সিবিআই জিজ্ঞাসাবাদের পর এটি প্রথম জনসভা তৃণমূলের যুব সভাপতির। তার করা মামলার জন্যই স্বরাষ্ট্রমন্ত্রী শাহের বিরুদ্ধে জারি করা হয়েছে শমন। আবার উলটো দিকে কয়লা কাণ্ডে তার স্ত্রীকে জিজ্ঞাসাবাদ করছে সিবিআই। এমন অবস্থায় সভা শুরু করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানে তিনি তার বক্তব্য শুরু করেন নিজেকে মানুষের ঘরের লোক বলে। তার বক্তব্য,”আমি বহিরাগত নই। আমি কলকাতার, আমি তো আপনাদের ঘরের লোক।”

এই বক্তব্য রাখার পরে গেরুয়া শিবিরের বিপক্ষে তোপ দাগতে শুরু করেন অভিষেক। তিনি বলেন,” কিছু দিন আগে এখানে এসে বিজেপির অমিত শাহ আপনাদের কী বলেছিলেন? বলেছেন, কোভিড টিকা দেওয়ার প্রক্রিয়া শুরু হলেই দেওয়া হবে নাগরিকত্ব। আরে তোমরা কি নাগরিকত্ব দেবে? আপনাদের নাগরিকত্বের প্রমাণ ভোটার কার্ড আছে তো? আপনারা যদি অবৈধ হন তবে নরেন্দ্র মোদী নিজেও অবৈধ, অমিত শাহ অবৈধ।” এখানেই থামেননি সাংসদ। তিনি বলেন,”আপনারা কিছু মাস আগেই যে বিজেপির নাতাদের জিতিয়েছিলেন, তাদের করোনার সময় দেখেছেন? কাউকে দেখেছেন? কাকে দেখেছেন? কেবল মমতা বন্দ্যোপাধ্যায়কে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

তার পরেই ‘জয় বাংলা’ স্লোগানের বিষয়ে সরব হন তৃণমূলের যুব নেতা। তিনি বলেন,”ওরা বলছে আমাদের জয় বাংলা নাকি বাংলাদেশের স্লোগান। আমাদের বাংলাদেশি বলছে। কেন তোমরা তো ‘সোনার বাংলা’ করব বলছ। সেটা কোথাকার স্লোগান? সোনার বাংলা করতে চাইছে? তা হলে উত্তরপ্রদেশ সোনার হয়নি কেন? সোনার মধ্যপ্রদেশ করতে পারেনি কেন? সোনার গুজরাট করতে পারেনি কেন? “

About Author