Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

মহেন্দ্র সিংহ ধোনি অবসর নিলে তা ভারতীয় ক্রিকেটের ক্ষতি

ভারতীয় ক্রিকেটের ইতিহাসে মহেন্দ্র সিং ধোনি উল্লেখযোগ্য নাম।বিশ্বকাপ সেমিফাইনালে হারের পরে দেশের হয়ে আর খেলতে দেখা যায়নি তাকে এরপরই সব জল্পনার শুরু।তার ওপর জাতীয় দলের হেড কোচ রবি শাস্ত্রীর এক…

Avatar

ভারতীয় ক্রিকেটের ইতিহাসে মহেন্দ্র সিং ধোনি উল্লেখযোগ্য নাম।বিশ্বকাপ সেমিফাইনালে হারের পরে দেশের হয়ে আর খেলতে দেখা যায়নি তাকে এরপরই সব জল্পনার শুরু।তার ওপর জাতীয় দলের হেড কোচ রবি শাস্ত্রীর এক সাক্ষাৎকার এই জল্পনাকে আরও উস্কে দিয়েছে।তিনি সাক্ষাৎকারে জানান, “আইপিএল-এর পরে যদি ভাল না লাগে তবে ধোনি অবসর নিয়ে ফেলতে পারে।”

এই জল্পনার পরিস্থিতিতে ভারতের প্রাক্তন অধিনায়ক কপিলদেব বলেন, “প্রত্যেকেরই কোনও না কোনওদিন অবসর নেওয়ার সময় হয়।তবে ধোনির অবসর ক্রিকেটের জন্য বড়ো ক্ষতি। কারণ ভারতীয় ক্রিকেটকে দীর্ঘদিন ধরে সেবা করে গেলেও এখন ও কোনো ম্যাচ খেলছে না।যদিও আমি জানি না কবে ও খেলবে আর কবে জানিয়ে দেবে অনেক হয়েছে আর নয়।’’

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

আরও পড়ুন : শরীর ছুড়ে অবিশ্বাস্য ক্যাচ ধরলেন বিরাট, ক্যাচ নেওয়ার পরে নিজস্ব ভঙ্গিতে উদযাপন, দেখুন ভিডিও

উল্লেখযোগ্য কিছুদিন আগে কেন্দ্রীয় চুক্তি থেকে ধোনির নাম সরিয়েছে বোর্ড।কারণ যে সংখ্যক ম্যাচ খেললে তার নাম রাখা হত তা তিনি খেলেননি। এই প্রসঙ্গেও প্রতিক্রিয়া জানান কপিলদেব।তিনি বলেন,”কেন্দ্রীয় চুক্তিতে ধোনি না থাকায় আমি দুঃখিত।শুধু ধোনিই নয় এই পরিস্থিতিতে পড়তে হয়েছিল তেন্ডুলকল ও গাভাস্কারকে।তবে আমি বোর্ডের সঙ্গে যুক্ত নই, তাই ঠিক কি কারণে ধোনিকে কেন্দ্রীয় চুক্তি থেকে সরানো হয়েছে তা আমার জানা নেই।”

About Author