Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

এশিয়া কাপ খেলতে পাকিস্তানে যাবে না ভারত, হুশিয়ারি দিল পাক বোর্ড

২০২০ এর অক্টোবরে অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে দলগুলোর মধ্যে উত্তেজনা ক্রমশ বেড়েই চলেছে। সেইমতো প্রস্তুতিও শুরু করে দিয়েছে বেশিরভাগ দল। তারই প্রস্তুতি হিসাবে এবারের এশিয়া কাপ হতে চলেছে টি-টোয়েন্টি ফরম্যাটে।…

Avatar

২০২০ এর অক্টোবরে অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে দলগুলোর মধ্যে উত্তেজনা ক্রমশ বেড়েই চলেছে। সেইমতো প্রস্তুতিও শুরু করে দিয়েছে বেশিরভাগ দল। তারই প্রস্তুতি হিসাবে এবারের এশিয়া কাপ হতে চলেছে টি-টোয়েন্টি ফরম্যাটে। এশিয়ান দলগুলি টি-টোয়েন্টি বিশ্বকাপের চূড়ান্ত প্রস্তুতি হিসাবে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। চলতি বছরের সেপ্টেম্বর মাসে এই প্রতিযোগিতাটি হতে চলেছে।

এবারের এশিয়া কাপ আয়োজনের দায়িত্ব পেয়েছিলো পাকিস্তান। কিন্তু ভারত আগেই জানিয়ে দিয়েছে কোনোভাবেই তারা পাকিস্তানের মাটিতে খেলতে যাবে না। দরকার হলে টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহার করে নেবে তারা। এর প্রত্যুত্তরে পাকিস্তান ক্রিকেট বোর্ডের চিফ এক্সিকিউটিভ ওয়াসিম খান জানিয়েছেন ভারত পাকিস্তানে এশিয়া কাপ খেলতে না আসলে পরের বছর ভারতের মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যাবে না পাকিস্তান।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

আরও পড়ুন : KKR শিবিরে খুশির খবর দিল আন্দ্রে রাসেল, জানুন কী

যেটা জানা যাচ্ছে পাকিস্তানের মাটিতে বাংলাদেশের পূর্ণাঙ্গ একটি সফরের পরিবর্তে পাকিস্তান এশিয়া কাপ আয়োজনের দায়িত্ব ছেড়ে দিয়েছে। বাংলাদেশ পাকিস্তানের মাটিতে তিন দফা মিলিয়ে তিনটি টি-টোয়েন্টি, দুটি টেস্ট ও একটি একদিনের ম্যাচ খেলবে। ওয়াসিম খান জানিয়েছেন, “এশিয়া কাপের স্থান পরিবর্তন এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সিদ্ধান্ত, আইসিসি বা পাকিস্তানের নয়। ভারত যদি পাকিস্তানে এশিয়া কাপ খেলতে না আসে আমরাও ২০২১ এর টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে যাবনা”।

About Author