Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

করোনা যুদ্ধে নতুন দিশা কেরলে, রোগীদের খাবার, ওষুধ দিচ্ছে রোবোট, দেখুন ভিডিও

করোনা থেকে চিকিৎসক এবং চিকিৎসা কর্মীদের সুরক্ষা দিতে নতুন ব্যবস্থা নিলো কেরল। রোগীর সংস্পর্শে যাতে চিকিৎসা কর্মীরা না আসেন তার জন্য কেরলে হাসপাতালে নামালো হলো রোবট। এরনাকুলামের এক সরকারি হাসপাতালে…

Avatar

করোনা থেকে চিকিৎসক এবং চিকিৎসা কর্মীদের সুরক্ষা দিতে নতুন ব্যবস্থা নিলো কেরল। রোগীর সংস্পর্শে যাতে চিকিৎসা কর্মীরা না আসেন তার জন্য কেরলে হাসপাতালে নামালো হলো রোবট। এরনাকুলামের এক সরকারি হাসপাতালে কাজ করানো হচ্ছে এই রোবট। KARMI-Bot নামের এই রোবটটি এরনাকুলামের ওই সরকারি হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডের দায়িত্ব পেয়েছে। আইসোলেশন ওয়ার্ডে থাকা করোনা রোগীদের খাবার দেওয়া, ওষুধ দেওয়া সমস্ত রকমের কাজই করছে সে।

KARMI-Bot নামের এই রোবটটি তৈরি করেছেন অ্যাসিমভ রোবোটিক্স নামের একটি সংস্থা। শনিবার এরনাকুলামের ওই সরকারি হাসপাতাল একটি বিবৃতি দিয়ে জানিয়েছে যে, ওই রোবটটিকে তারা হাসপাতালের কাজে ব্যবহার করছেন। রোবটটি হাসপাতালের করোনা রোগীদের সমস্ত রকম কাজ করছে। রোগীদের খাবার দেওয়া, ওষুধ দেওয়া, কেবিনের ময়লা পরিষ্কার করা, রোগীর সঙ্গে চিকিৎসকের ভিডিও কলের ব্যবস্থা করা এরকম সমস্ত কাজই করছে। KARMI-Bot নামের ওই রোবটটি ২৫ কেজি পর্যন্ত ভার বহন করতে সক্ষম বলেও জানিয়েছে হাসপাতাল কতৃপক্ষ।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

করোনা মোকাবিলায় সমগ্র দেশের কাছে যখন কেরল একটি উদাহরণ হয়ে উঠেছে তখন এই নতুন পদক্ষেপ স্বাস্থ্যকর্মীদের সুরক্ষায় যে পথ দেখাবে তা বলাই যায়। এদিকে দেশে করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ২৬,৪৯৬। করোনায় মৃত্যু হয়েছে এখনো পর্যন্ত ৮২৪ জনের। মারণ এই ভাইরাসের হাত থেকে সুস্থ হয়েছেন ৫,৮০৪ জন।

About Author