Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

আপনার ভোটার কার্ডে কোনও ভুল থাকলে এবার তা ঘরে বসেই সংশোধন করে নিতে পারবেন

নয়াদিল্লি: ভোটার কার্ড আমাদের নাগরিকত্বের প্রমাণপত্র হিসাবে বিবেচিত হয়। দেশের বৈধ নাগরিকের সচিত্র পরিচয়পত্রই হল এই ভোটার কার্ড। ভোটার কার্ডের গুরুত্ব কম-বেশি আমরা প্রায় সকলেই জানি। কিন্তু কার্ডের কোনও তথ্য বদলাতে চাইলে…

Avatar

নয়াদিল্লি: ভোটার কার্ড আমাদের নাগরিকত্বের প্রমাণপত্র হিসাবে বিবেচিত হয়। দেশের বৈধ নাগরিকের সচিত্র পরিচয়পত্রই হল এই ভোটার কার্ড। ভোটার কার্ডের গুরুত্ব কম-বেশি আমরা প্রায় সকলেই জানি। কিন্তু কার্ডের কোনও তথ্য বদলাতে চাইলে তা সহজে ঘরে বসেই অনলাইন থেকে বদলে নেওয়া যায়। কীভাবে?

আসুন, পদ্ধতিগুলি এক নজরে জেনে নেওয়া যাক।…

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

● প্রথমে www.nvsp.in –এই ওয়েবসাইটে গিয়ে ‘Correction of entries in electoral roll’ অপশন বেছে নিতে হবে।

● এরপর ওয়েবসাইটের উপরে ড্রপ ডাউন মেনু থেকে নিজের ভাষা নির্বাচন করে প্রয়োজনীয় সমস্ত জরুরি তথ্য দিতে হবে।

● এবার ভোটার কার্ডে যে তথ্যগুলি বদলাতে হবে বা যে তথ্যগুলি ভুল আছে, সেই বিষয়গুলিতে ক্লিক করুন। এখানে একই সঙ্গে একাধিক তথ্য বা বিষয় সংশোধনের জন্য নির্বাচন করতে পারবেন।

● এরপর নির্বাচিত তথ্যগুলি বদলে তার পরিবর্তে যে যে নতুন তথ্য দিতে চান (নতুন বা পরিবর্তিত ঠিকানা, নামের বানান, বয়স ইত্যাদি), সেগুলি নির্দিষ্ট অংশে প্রদান করুন।

● নির্বাচিত তথ্যগুলি পরিবর্তনের পর এ বার নিজের মোবাইল নম্বর আর ই-মেল দিয়ে দিন।

● বয়স, নামের বানান ইত্যাদি পরিবর্তন করতে হলে প্যান কার্ড, বার্থ সার্টিফিকেট, পাসপোর্ট-এর স্ক্যান করা প্রতিলিপিটি এই ওয়েবসাইটের নির্দিষ্ট অংশে আপলোড করে সাবমিট করে দিন।

● এ বার এই অ্যাপ্লিকেশন ফর্মে দেওয়া মেল-আইডিতে একটি কনফার্মেশন ই-মেল পাবেন, যার ৩০ দিনের মধ্যে আপনার ভোটার কার্ডের যাবতীয় তথ্য আপডেট হয়ে যাবে।

About Author