Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

পরিযায়ী শ্রমিকদের হাতে নগদ টাকা দেওয়ার ভাবনাচিন্তা কেন্দ্রের

করোনার সংক্রমণের জেরে দেশ জুড়ে কেন্দ্রীয় সরকারের তরফে চার দফায় লক ডাউন ঘোষণা হয়েছে। চতুর্থ দফার লক ডাউনের মেয়াদ শেষ হচ্ছে আগামী রবিবার। আর এর ফলে দেশের অর্থনৈতিক পরিস্থিতি শোচনীয়…

Avatar

করোনার সংক্রমণের জেরে দেশ জুড়ে কেন্দ্রীয় সরকারের তরফে চার দফায় লক ডাউন ঘোষণা হয়েছে। চতুর্থ দফার লক ডাউনের মেয়াদ শেষ হচ্ছে আগামী রবিবার। আর এর ফলে দেশের অর্থনৈতিক পরিস্থিতি শোচনীয় আকার ধারন করেছে। এছাড়া লক ডাউনের জেরে বন্ধ সমস্ত কর্মক্ষেত্র। কাজ হারিয়েছেন অনেক বেসরকারি সংস্থার কর্মীরা। দূর্দশা নেমে এসেছে পরিযায়ী শ্রমিকদের জীবনেও। করোনার প্রকোপকে ঠেকাতে দেশ জুড়ে লক ডাউন জারি হলেও এর ফলে সবথেকে খারাপ পরিস্থিতির শিকার হয়েছেন দেশের দরিদ্র শ্রেণীর মানুষেরা।

এবার দেশের এই দরিদ্র শ্রেণীর মানুষ অর্থাৎ পরিযায়ী শ্রমিকদের হাতে নগদ অর্থ তুলে দেওয়ার ব্যপারে আলোচনা করছে কেন্দ্র সরকার। বহুদিন কাজ খুইয়ে এদের হাতে নগদ অর্থ নেই বললেই চলে। তাই তাঁদের দূর্দশার দিনে তাঁদের পাশে থেকে অর্থ সাহায্য করার কথা ভাবনাচিন্তা করছে কেন্দ্রীয় সরকার। এদিকে টানা দুই মাস লক ডাউনের জেরে দেশের আর্থিক অবস্থা বেজায় সংকটে। আর্থিক সংকটকে কাটিয়ে উঠতে কেন্দ্র সরকারের তরফে টাকা ছাপানোর কোনো সিদ্ধান্ত এখনও নেওয়া হয়নি বলেই জানাচ্ছে একটি সূত্র।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

একটি সূত্র মারফত জানা যাচ্ছে, আগামী বছর মার্চ মাসের শেষে দেশের বার্ষিক আর্থিক প্রবৃদ্ধি গিয়ে ঠেকতে পারে ২.১ শতাংশে। এছাড়াও জানা গিয়েছে, গত তিন মাস জুড়ে অার্থিক প্রবৃদ্ধির হার শেষ দুই বছরের তুলনায় সবচেয়ে খারাপ অবস্থায় পৌঁছবে। এদিকে দেশে লক ডাউনের ফলে বন্ধ সমস্ত অর্থনৈতিক কর্মকাণ্ড, তার ফলে বিভিন্ন সংস্থা তাঁদের কর্মী ছাঁটাই শুরু করেছে। একটি তথ্যের মাধ্যমে জানা গিয়েছে, গত এপ্রিল মাসে গোটা দেশে প্রায় ১২.২ কোটি কর্মীকে ছাঁটাই করা হয়েছে, যা দেখে মাথায় হাত সকলের।

About Author