Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

৫ দিন কাজ করে পাবেন ১৫ শতাংশ ইনক্রিমেন্ট, ইন্ডিয়ান ব্যাঙ্ক অ্যাসোসিয়েশনের প্রস্তাব গ্রহণ আরবিআই-র?

দীপাবলিতে একটা বড় উপহার পেতে চলেছেন সরকারি এবং বেসরকারি ব্যাংকের সমস্ত কর্মীরা। ইতিমধ্যেই ব্যাংক অ্যাসোসিয়েশনের তরফ থেকে বিষয়টি নিয়ে একটা বড় সিদ্ধান্ত নিয়ে নেওয়া হয়েছে এবং এর ফলে কর্মচারীদের ভাগ্য…

Avatar

দীপাবলিতে একটা বড় উপহার পেতে চলেছেন সরকারি এবং বেসরকারি ব্যাংকের সমস্ত কর্মীরা। ইতিমধ্যেই ব্যাংক অ্যাসোসিয়েশনের তরফ থেকে বিষয়টি নিয়ে একটা বড় সিদ্ধান্ত নিয়ে নেওয়া হয়েছে এবং এর ফলে কর্মচারীদের ভাগ্য ও একেবারে পরিবর্তিত হবে বলে মনে করা হচ্ছে। এক ধাক্কায় টাকা এবং শান্তি উভয় তাদের একাউন্টে জমা হবে বলে মনে করা হচ্ছে। একটি নতুন প্রস্তাবে দাবি করা হয়েছে, খুব শীঘ্রই একটা মোটা টাকা বেতন পেতে চলেছেন সরকারি এবং বেসরকারি ব্যাংকের কর্মচারীরা।ভারতীয় ব্যাংক অ্যাসোসিয়েশন কর্মীদের আর্থিক এবং পারিবারিক কল্যাণের জন্য দুটি প্রস্তাব নিয়ে এসেছে। এর মধ্যে একটি প্রস্তাব অ্যাসোসিয়েশন অনুমোদন করেছে এবং এই বিষয়ে অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে একটা আলোচনা চলছে দীর্ঘদিন ধরে। সম্প্রতি সমিতির পক্ষ থেকে দ্বিতীয় প্রস্তাব পাঠানো হয়েছে এবং উভয় প্রস্তাব অনুমোদন হতে পারে বলে মনে করা হচ্ছে। এমনটা যদি হয় তাহলে ব্যাংকে কর্মরত কর্মীরা টাকা এবং শান্তি দুটোই পাবেন।ইন্ডিয়ান ব্যাঙ্ক অ্যাসোসিয়েশন এর আগের প্রস্তাবে জানিয়েছিল ব্যাংক কর্মীদের সপ্তাহে মাত্র কাজ করার অনুমতি দেওয়া উচিত পাঁচ দিন। সরকারি এবং বেসরকারি উভয় ক্ষেত্রেই এই সুফল পাওয়া যাবে বলে জানিয়েছিল তারা। এবারে নতুন প্রস্তাবে এই সংগঠন জানিয়েছে বার্ষিক ১৫ শতাংশ হারে ইনক্রিমেন্ট দিতে হবে কর্মীদের। এর মানে একদিকে যেমন পাঁচ দিনের কর্ম দিবসের ফলে মানসিক প্রশান্তি থাকবে, তেমনি কিন্তু ১৫ শতাংশ ইনক্রিমেন্ট এর সাথেই বেতন বৃদ্ধি পাবে। জানা যাচ্ছে ব্যাংকিং অ্যাসোসিয়েশন ইতিমধ্যেই সপ্তাহে পাঁচ দিন কাজ করার প্রস্তাব অনুমোদন করেছে। তবে এখনো পর্যন্ত ১৫ শতাংশ ইনক্রিমেন্টের খসড়া প্রস্তুত হয়নি। ফলে আপাতত এটাই মনে করা হচ্ছে যে খুব শীঘ্রই ব্যাংকের কর্ম দিবস হয়ে যাবে পাঁচ দিনের জন্য।
About Author