সন্তান কোলে নিয়ে কাজে যোগদান করল মহিলা আইএএস অফিসার, কুর্নিস নেটিজেনদের

ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় এমন একটা ছবি ভাইরাল হয়েছে যা কাজ আর দায়িত্বের পরিপূরক হিসেবে সবার মনে ঝড় তুলবে। ছবিতে দেখা গিয়েছে গাজিয়াবাদের মোদিনগরেরর আইএএস অফিসার সৌম্যা পান্ডে তাঁর ছোট্ট শিশুকে…

Avatar

ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় এমন একটা ছবি ভাইরাল হয়েছে যা কাজ আর দায়িত্বের পরিপূরক হিসেবে সবার মনে ঝড় তুলবে। ছবিতে দেখা গিয়েছে গাজিয়াবাদের মোদিনগরেরর আইএএস অফিসার সৌম্যা পান্ডে তাঁর ছোট্ট শিশুকে কোলে নিয়ে অফিসে কাজ করছেন। আর এই ছবি থেকে একটা কথা জলের মতোন পরিস্কার, ইচ্ছা থাকলে উপায় হয়।

কাজ আর দায়িত্ব দুটোই একসাথে পালন করা যায়। বলা যেতে পারে কাজ দায়িত্ব একসাথেই যত্ন নিয়ে করা সম্ভব। যেমনটা করছেন গাজিয়াবাদের মোদিনগরেরর আইএএস অফিসার সৌম্যা পান্ডে। গত ১৭ সেপ্টেম্বর তিনি কন্যা সন্তানের জন্ম দেন এরপর কাজের চাপ সামলাতে তিনি মেয়ের জন্মের ১৫ দিন পরেই কাজে যোগ দেন।

মোদিনগরের উপজেলা আধিকারিক তার ছোট্ট মেয়েকে কোলে নিয়ে কাজে এসেছেন তিনি। বছরখানেক আগেই সৌম্য পান্ডে মোদিনগর উপজেলা আধিকারিক পদে দায়িত্ব নিয়েছিলেন। এর আগে অবশ্য মোদি নগরের উপজেলা আধিকারিকের দায়িত্ব সামলাতেন সৌম্যা কিন্তু এখন তিনি মোদিনগরের উপজেলা আধিকারিক।