Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

ভুবনেশ্বর থেকে ফিরে অনেক রাত অবধি বৈঠক, তারপর শরীর খারাপ হয়, বৈশাখী

বিজেপির রোড শোতে শোভন (Sovan Chaterjee) এবং বৈশাখী (Baishakhi Banerjee) উপস্থিত নেই, সেই নিয়ে তুঙ্গে বিতর্ক। আর তারপরে গুঞ্জন, তারা নাকি কোনো একটি গোসার কারণে উপস্থিত ছিলেন না, তবে এবারে…

Avatar

বিজেপির রোড শোতে শোভন (Sovan Chaterjee) এবং বৈশাখী (Baishakhi Banerjee) উপস্থিত নেই, সেই নিয়ে তুঙ্গে বিতর্ক। আর তারপরে গুঞ্জন, তারা নাকি কোনো একটি গোসার কারণে উপস্থিত ছিলেন না, তবে এবারে বৈশাখী নিজে টিভি এবং মিডিয়ার সামনে স্বীকার করে নিয়েছেন, তিনি অসুস্থ ছিলেন, এবং তার জন্য শোভন যেতে পারেননি কারণ তার বাড়িতে বৈশাখী কে দেখার কেউ ছিলনা।

তবে শোভন এবং বৈশাখীর এই সিদ্ধান্তের পরে বেশ চাপে রাজ্য বিজেপি। বৈশাখী এদিন জানিয়েছেন,” কর্মী সমর্থকদের কাছে ক্ষমা চাইবো। ২ জানুয়ারি ভুবনেশ্বর থেকে কলকাতায় আসার পরেই শরীর খারাপ লাগছিল। এই কারণে আমি আর সেদিন উপস্থিত থাকতে পারিনি। আমার থেকেও বেশি অসুস্থ ছিলেন শোভন। মিছিলে থাকার চেষ্টা করেছিলাম। রাকেশ সিংকে বলেছিলাম, যদি না আসি তাহলে মিছিল থামাবেন না। পুলিশ অনুমতি দিচ্ছিল না। তা নিয়ে বেশ চিন্তায় ছিলাম। শেষ পর্যন্ত মিছিল হোয়েছে সেটাই ভালো।”

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

গত ২৭ ডিসেম্বর কলকাতা জোনের পর্যবেক্ষক পদে আসীন হলেন শোভন চট্টোপাধ্যায়। তার সঙ্গে সহ পর্যবেক্ষক হলেন বৈশাখী। তাদের জন্যই করা মিছিল। কিন্তু তারাই এলেন না। এরপর বিজেপির অন্তরেই তাদের নিয়ে সমস্যা শুরু। তবে এদিন জল্পনা থামিয়ে, বৈশাখী বললেন, ” শরীর খারাপ হলেও মন খারাপ হয়নি। এত বড়ো জোনের দায়িত্ব দেওয়া হয়েছে। বিধানসভা কে সামনে রেখে রণনীতি সাজানো হচ্ছে। এখন থেকে কাজ না শুরু করলে টার্গেটে পৌঁছানো যাবেনা। প্রতিদিন বৈঠক হচ্ছে, শোভনবাবু কাজ ভাগ করে নিয়েছেন। আগামী দিনে বিজেপির কাজে আমাদের পাওয়া যাবে।”

About Author