Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

‘বড় হয়ে আমি জয়া বচ্চনের মতো হতে চাই’, জানাল অনিল কন্যা সোনাম কাপুর

সুশান্ত কেসের পর গোটা বলিউড এক দিকে আর অন্যদিকে কঙ্গনা রানাউত একা। শুধু বলিউড নয়, এরমধ্যে মহারাষ্ট্র সরকারও কঙ্গনার বিপক্ষেই দাড়িয়ে। আজ মঙ্গলবার রাজ্য সভার অধিবেশনে দাড়িয়ে জয়া বচ্চন বলিউডের…

Avatar

সুশান্ত কেসের পর গোটা বলিউড এক দিকে আর অন্যদিকে কঙ্গনা রানাউত একা। শুধু বলিউড নয়, এরমধ্যে মহারাষ্ট্র সরকারও কঙ্গনার বিপক্ষেই দাড়িয়ে। আজ মঙ্গলবার রাজ্য সভার অধিবেশনে দাড়িয়ে জয়া বচ্চন বলিউডের ইমেজ নিয়ে কঙ্গনাকে হুঁশিয়ারি দিয়েছেন। তাঁর কথায়, যেই পাত্রে খান সেই পাত্রে ছিদ্র খোঁজা মোটেই সঙ্গত কাজ নয়। গুটি কয়েকজনের জন্য গোটা বলিউডকে বদনাম করা মোটেই উচিত কাজ নয়। মাদক যোগে যেভাবে বলিউডকে কাঠগড়ায় দার করানো হচ্ছে তাতে করে বলিউডের ইমেজ নষ্ট হচ্ছে। শিল্প-সংস্কৃতির ভাবধারাও চূর্ণ হচ্ছে। এদিন জয়া বচ্চন কঙ্গনার নাম সরাসরি না নিলেও তাঁর উদ্দেশ্যে হুঁশিয়ারি দেন রাজ্য সভায়। এরপরেই জয়া বচ্চনের পাশে এসে দাঁড়ান বলিউডের সোনম কাপুর, তপসি পান্নু থেকে শুরু করে রিচা চাড্ডা ও প্রমুখ। সোনাম কাপুর আবেগের বশে ট্যুইট করে জানান, ” বড় হয়ে আমি জয়া বচ্চনের মতো হতে চেয়েছিলেন এক সময় ।” “I want to be her when I grow up”

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now
About Author