Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

Ravichandran Ashwin: ‘অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট খেলেই অবসর নেব, স্ত্রীকে জানিয়ে দিয়েছিলাম!’ কেন এমন ভেবেছিলেন অশ্বিন?

সদ্য বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে লজ্জা জনক ভাবে হেরেছে টিম ইন্ডিয়া। মূলত ভারতীয় অধিনায়ক রোহিত শর্মার বিস্ময়কর সিদ্ধান্তের ফলে যে ভারত টেস্ট বিশ্বকাপের ফাইনাল হেরেছে তা কার্যত মেনে…

Avatar

সদ্য বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে লজ্জা জনক ভাবে হেরেছে টিম ইন্ডিয়া। মূলত ভারতীয় অধিনায়ক রোহিত শর্মার বিস্ময়কর সিদ্ধান্তের ফলে যে ভারত টেস্ট বিশ্বকাপের ফাইনাল হেরেছে তা কার্যত মেনে নিয়েছেন অনেকেই। আমরা আপনাদের জানিয়ে রাখি, টানা দুবার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠলেও শিরোপা জয়ের স্বপ্ন পূরণ হয়নি বিরাট কোহলিদের।

জানলে অবাক হবেন, অস্ট্রেলিয়ার বিপক্ষে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতীয় দলের প্রধান একাদশ থেকে রবিচন্দ্রন অশ্বিনকে বাদ দেন অধিনায়ক রোহিত শর্মা। যার পর থেকে সংবাদ মাধ্যমের সমালোচনায় রয়েছেন ভারতীয় এই ক্রিকেটার। আমরা আপনাদের জানিয়ে রাখি, এই মুহূর্তে রবিচন্দ্রন অশ্বিন টেস্ট ক্রিকেটে পৃথিবীর সেরা স্পিন বোলার। অথচ তাকে ছাড়াই একাদশ ভারতের সেরা একাদশ নির্বাচন করতে দেখে স্বাভাবিকভাবেই রোহিত শর্মার দিকে প্রশ্নবাণ ছুড়েছিলেন ক্রিকেটপ্রেমীরা।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

তবে এদিন রবিচন্দ্রন অশ্বিনের একটি বড় সত্য প্রকাশে এসেছে। আসলে গত বছর বাংলাদেশ সফর থেকে ফিরে হাঁটুতে প্রচন্ড ব্যথা অনুভব করেন রবিচন্দ্রন অশ্বিন। পরিস্থিতি এমন হয়ে দাঁড়ায় যে, আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার কথাও চিন্তা করে ফেলেন তিনি।

এদিন সংবাদমাধ্যমের দেওয়া এক সাক্ষাৎকারে অশ্বিন বলেন, ‘বাংলাদেশ থেকে ফেরার পর হাঁটুতে খুবই ব্যথা অনুভব করতে শুরু করি। এমনকি ব্যথার জন্য ইনজেকশন পর্যন্ত নিতে হয়েছিল আমার। ভেবেছিলাম আন্তর্জাতিক ক্রিকেট থেকে শীঘ্রই অবসর নেব। এমনকি এই বিষয়ে আমার স্ত্রীর সাথেও আলোচনা করেছিলাম আমি। সিদ্ধান্ত নিয়ে ফেলি, অস্ট্রেলিয়ার বিপক্ষে বর্ডার-গাভাস্কার ট্রফি খেলেই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাবো। তবে আমি আমার বোলিং অ্যকশন পরিবর্তন করে বর্তমানে কিছুটা স্বস্তিতে রয়েছি।

About Author
news-solid আরও পড়ুন