Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

‘কোহলি আউট হওয়ার পর প্রতিজ্ঞা করেছিলাম শেষ বল পর্যন্ত খেলবো’ : জাদেজা

কটকে তৃতীয় একদিনের ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের ৩১৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ভারতীয় ইনিংসের ৪৭ তম ওভারে আউট হয়ে যান বিরাট কোহলি। তখন ভারতের স্কোর ৬ উইকেটে ২৮৬ জেতার জন্য…

Avatar

কটকে তৃতীয় একদিনের ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের ৩১৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ভারতীয় ইনিংসের ৪৭ তম ওভারে আউট হয়ে যান বিরাট কোহলি। তখন ভারতের স্কোর ৬ উইকেটে ২৮৬ জেতার জন্য তখনও ভারতের দরকার ছিল ২৯ বলে ৩০ রান। সেই মুহূর্তে রবীন্দ্র জাদেজা নিজে প্রতিজ্ঞা নিয়েছিলেন শেষ পর্যন্ত তিনি খেলবেন এবং ভারতকে জিতিয়ে তবেই ফিরবেন‌। ভারতের জয়ের পর একথা জানান রবীন্দ্র জাদেজা।

এই ম্যাচে ভারতের ও উপরিক্রমের তিন ব্যাটসম্যানই অর্ধশত রান পূরণ করেন। যদিও ম্যাচের সর্বোচ্চ রান সংগ্রহকারী ছিলেন ওয়েস্ট ইন্ডিজের নিকোলাস পুরান(৮৯)। ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক কাইরন পোলার্ড অর্ধশতরান পূর্ণ করে ৭৪ রানে অপরাজিত থাকেন। ভারতের মধ্যক্রমের তিন ব্যাটসম্যান দ্রুত ফিরে যাওয়ায় চাপ বেড়ে যায়। তখন ক্রিজে আসেন রবীন্দ্র জাদেজা। শেষ পর্যন্ত ৩১ বলে ৩৯ রান করে অপরাজিত থাকেন।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

আরও পড়ুন : আন্তর্জাতিক ক্রিকেটে ১৫ বছর পূর্ণ করলেন মহেন্দ্র সিংহ ধোনি

সিরিজ জয়ের পর জাদেজা জানান “আমি ক্রিজে আসার পর বিরাট বলে মিড-অন ও মিড-অফ এর মাঝামাঝি দিয়ে খেলো, কোন মূর্খামি করার দরকার নেই”। তারপর জাদেজা আরও যোগ করেন “আমার ইনিংসটা খুবই গুরুত্বপূর্ণ ছিল কারণ এটা সিরিজ নির্ণায়ক ম্যাচ চলছিল। আমার কাজ ছিল বিরাটের সঙ্গে ক্রিজে থেকে শুধু স্ট্রাইক রোটেট করা। বিরাট আউট হওয়ার পর শার্দুলকে বলেছিলাম উইকেট খুব সুন্দর, ব্যাটে বল ভালো আসছে। আমরা শেষ পর্যন্ত ক্রিজে থাকলে অনায়াসেই ম্যাচ জিতে যাব”।

About Author