খেলাক্রিকেটসম্পর্ক

Rishabh-Urvashi: ‘তোমার সম্মান বাঁচিয়ে দিলাম’, ফের ঋষভ পন্থকে খোঁচা ঊর্বশীর

সম্প্রতি বলি অভিনেত্রী উর্বশী রাউতেলার ব্লু-ড্রেসে একটি হট ছবি সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল হয়েছে।

×
Advertisement

চলমানরত এশিয়া কাপের মেগা আসরে গতকাল পাকিস্তানের বিরুদ্ধে ৫ উইকেটে ম্যাচ জিতেছে টিম ইন্ডিয়া। যার সুবাদে সোশ্যাল মিডিয়ায় এখন ভারতীয় ক্রিকেট দলের তীব্র আলোচনা চলছে। তবে খেলার প্রসঙ্গ ছাপিয়ে ভারতীয় ক্রিকেটার ঋষভ পন্থকে নিয়ে নেট পাড়ায় চলছে অন্যরকম আলোচনা। গতকাল ভারতীয় একাদশে সুযোগ না পেলেও সংবাদ শিরোনামে উঠে এসেছেন তিনি। আর এর কারণ অবশ্য আর কিছুই নয়, ফের বলিউড অভিনেত্রী ঊর্বশী রাউতেলার সঙ্গে সোশ্যাল মিডিয়ায় নাম জড়িয়েছে তার।

Advertisements
Advertisement

২০১৯ সালে এই দুজকে নিয়ে প্রথমবারের মতো সোশ্যাল মিডিয়া গরম হয়েছিল। তবে কেউ কখনো পাকাপাকিভাবে তাদের সম্পর্কের কথা প্রকাশ্যে আনেননি। কখনও ঋষভ নাম না করেই বলি অভিনেত্রীর উদ্দেশে বলছেন, ‘পিছা ছোড়ো মেরা বহেন’। তো কখনও উর্বশী লিখছেন, ‘ছোটু ভাইয়া! ব্যাট-বল খেলো’। উর্বশীর এই পোস্টের প্রত্যুত্তরে টিম ইন্ডিয়ার ঝোড়ো উইকেট কিপার ব্যাটসম্যান লিখেছিলেন, ‘নিজেকে সেটা নিয়ে চাপ দেওয়া উচিত নয়, তা তুমি নিয়ন্ত্রণ করতে পারবে না’। দীর্ঘ কয়েক বছর ধরে এমন ভাবেই চলছে দুই তারকার ভাবের আদান-প্রদান।

Advertisements


সম্প্রতি বলি অভিনেত্রী উর্বশী রাউতেলার ব্লু-ড্রেসে একটি হট ছবি সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল হয়েছে। ইনস্টাগ্রামের একটি ক্যাপশনে উর্বশী লিখেছিলেন, ‘আমি তোমার সম্মান বাঁচিয়ে দিলাম নিজের পক্ষের গল্পটা না বলে’। উর্বশী কি তবে ঋভষ পন্তকে উদ্দেশ করেই লিখেছেন এই লাইন? অন্তত তেমনটাই মনে করছেন ফ্যানেরা। আর এমনটা মনে করার পেছনে অবশ্য একাধিক কারণ রয়েছে নেট প্রেমীদের।

Advertisements
Advertisement

বেশ কয়েকদিন আগে বলিউড অভিনেত্রী ঊর্বশী নাম না বলে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে জানিয়েছিলেন, মিস্টার আরপি আমার সাথে দেখা করার জন্য সুদূর বেনারস গিয়ে কয়েক ঘণ্টা অপেক্ষা করেছিলেন। যদিও সেই মুহূর্তে তার সাথে দেখা করা সম্ভব হয়নি। তবে পরে তার সাথে সাক্ষাত করেছিলাম। পুরো নাম না বললেও নেট প্রেমীরা মনে করছেন, এই আরপি হলেন ভারতীয় উইকেট রক্ষক ব্যাটসম্যান ঋষভ পন্থ। তবে উর্বশীর এমন মন্তব্যের পর ঋষভ পন্থ সরাসরি বলেছিলেন,’শুধুমাত্র সংবাদমাধ্যমে আলোচনায় থাকার জন্য অনেকেই এমন বাড়তি কথা বলে থাকেন।’ তবে দুইয়ের সত্যতা আজও অপ্রকাশ্য।

Related Articles

Back to top button