খেলাক্রিকেট

Virendra Sehwag: ‘সারা জীবন যা বলেছেন আমি তার উল্টো করেছি’, অভিনব কায়দায় শচীনকে ৫০তম জন্মদিনের শুভেচ্ছা জানালেন শেবাগ

কিংবদন্তি ক্রিকেটার শচীন টেন্ডুলকারের ৫০তম জন্মদিনে একটি ভিডিও টুইট করেছেন প্রাক্তন ডান-হাতি ওপেনার বীরেন্দ্র শেবাগ। যেখানে তাকে শীর্ষাসন করতে দেখা গিয়েছে।

×
Advertisement

ভারতীয় ক্রিকেটপ্রেমীদের মধ্যে এমন লোকের সংখ্যা খুজে পাওয়া দুষ্কর যিনি শচীন টেন্ডুলকার এবং বীরেন্দ্র শেবাগের ওপেনিং জুটিকে পছন্দ করতেন না। ভারতীয় ক্রিকেটে প্রায় এক দশক ধরে ওপেনিং-এর দায়িত্ব সামলেছেন এই দুই তারকা ব্যাটসম্যান। যেখানে বীরেন্দ্র শেবাগ ঝড়ের গতিতে ইনিংস খেলতে ভালবাসতেন, সেখানে শচীন টেন্ডুলকার খেলতেন ধীরগতিতে। বলতে গেলে, ২ ব্যাটসম্যানের কেমিস্ট্রি ছিল চোখে পড়ার মতো। তবে ক্রিকেটের মাঠে শচীন টেন্ডুলকার যে কথাই বলতেন, বীরেন্দ্র শেবাগ সর্বদাই তার উল্টো করতেন।

Advertisements
Advertisement

বীরেন্দ্র শেবাগ চাইতেন ঝড়ের গতিতে রান করে বিরোধী শিবিরকে ধ্বংস করতে। অন্যদিকে শচীন টেন্ডুলকার সর্বদাই তাকে সামলে খেলার পরামর্শ দিতেন। তবে বীরেন্দ্র শেবাগ সংবাদমাধ্যমে জানিয়েছেন, শচীন টেন্ডুলকার তাকে যে পরামর্শ দিতেন তিনি সর্বদাই তার উল্টো করতেন।

Advertisements

আর এই জন্য আজ শচীন টেন্ডুলকারের ৫০তম জন্মদিনে উল্টো শুভেচ্ছা জানালেন বীরেন্দ্র শেবাগ। কিংবদন্তি ক্রিকেটার শচীন টেন্ডুলকারের ৫০তম জন্মদিনে একটি ভিডিও টুইট করেছেন প্রাক্তন ডান-হাতি ওপেনার বীরেন্দ্র শেবাগ। যেখানে তাকে শীর্ষাসন করতে দেখা গিয়েছে।

Advertisements
Advertisement

শচীন টেন্ডুলকারের জন্মদিন উপলক্ষে বীরেন্দ্র শেবাগ যে ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন সেখানে লম্বা একটি ক্যাপশন লিখেছেন তিনি। ক্যাপশনে বীরু লিখেছেন, ‘আপনি মাঠে যা বলেছেন সব সময়ে তাঁর উল্টো কাজ করেছি, তাই আজ আপনার ৫০ তম জন্মদিনে আমি আপনাকে শীর্ষাসনের মাধ্যনে শুভেচ্ছা জানাতে চাই। শুভ জন্মদিন পাজি।’

Related Articles

Back to top button