Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

২০২৫ সালে আসছে উড়ন্ত গাড়ি, নয়া পরিকল্পনা প্রকাশ Hyundai-এর

আকাশপথে উড়ানের ইচ্ছে সফল হয়েছিল এরোপ্লেনের হাত ধরে। তবে সে তো দূরে পরিবহনের জন্য। কাছাকাছি যেতেও আকাশপথ‌ই ভরসা হবে মানুষের। আগামী 2025 সালের মধ্যে উড়ন্ত গাড়ি আনার পরিকল্পনা করছে Hyundai…

Avatar

By

আকাশপথে উড়ানের ইচ্ছে সফল হয়েছিল এরোপ্লেনের হাত ধরে। তবে সে তো দূরে পরিবহনের জন্য। কাছাকাছি যেতেও আকাশপথ‌ই ভরসা হবে মানুষের। আগামী 2025 সালের মধ্যে উড়ন্ত গাড়ি আনার পরিকল্পনা করছে Hyundai & General Motors। আগামী পাঁচ বছরে এয়ার ট্যাক্সি সার্ভিস বাস্তবায়িত হতে চলেছে বলে মত Hyundai য়ের ।

অন্যদিকে General Motors জানাচ্ছে এয়ার ট্যাক্সি সার্ভিস চালু করতে তাদের লাগবে আর‌ও 9 বছর। তবে Hyundai য়ের চিফ অপারেটিং অফিসার হোসে মুনোজ জানিয়েছেন, “উড়ন্ত যান লঞ্চের কাজের বিষয়ে অনেকটাই এগিয়ে গিয়েছে হুন্ডাই।” Hyundai য়ের সিইও জানাচ্ছেন, বিশ্ববাজারে উড়ন্ত গাড়ির সম্ভাব্য বাজার রয়েছে। রাস্তাঘাটের যানজট এড়াতে আকাশপথ‌ই ভরসা বলে মনে করছে অনেকে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

তবে উড়ন্ত গাড়ি পেট্রল বা ডিজেল চালিত হবে না। পরিবেশের কথা মাথায় রেখে উড়ন্ত গাড়ি ব্যাটারিচালিত করার পরিকল্পনা নিয়ে এগোচ্ছে কাজ। তবে উড়ন্ত গাড়ির জন্য এই পৃথিবী তৈরি তো? এবিষয়ে Tesla র কর্ণধার ইলন মাস্ককে প্রশ্ন করা হলে তিনি জানান, একটি বিমান ওড়ার ক্ষেত্রেই কত নিয়মনীতি মানতে হয়। তাছাড়া আকাশপথে সাধারণ মানুষ গাড়িতে যাতায়াত শুরু করলে সেটা ভীষণই ঝুঁকিপূর্ণ। তার চেয়ে মাটির তলায় স্তরে স্তরে সুড়ঙ্গ নিয়েই আমাদের বেশি ভাবা প্রয়োজন।

ইতিমধ্যেই General Motors সম্প্রতি একটি উড়ন্ত ক্যাডিল্যাকের আর্টিস্ট গ্রাফিক্স প্রকাশ করে। এই উড়ন্ত ক্যাডিল্যাক, পরিকল্পনামাফিক 55 মাইল/ঘণ্টা বেগে উড়তে সক্ষম হবে। তবে কল্পনা, পরিকল্পনা বাস্তবায়িত হতে অনেকটাই দেরি আছে। এমনটাই জানালেন General Motors য়ের গ্লোবাল ইনোভেশান টিমের ভাইস প্রেসিডেন্ট পামেলা ফ্লেচার।

About Author