Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

জয় দিয়ে আইএসএল অভিযান শুরু সুব্রত পালের হায়দরাবাদ এফসির

ওড়িশা: সপ্তম আইএসএলের চতুর্থ ম্যাচে ওড়িশার কলিঙ্গ স্টেডিয়ামে জয় দিয়ে আইএসএল অভিযান শুরু করেছে হায়দরাবাদ এফসি। সোমবার সেখানে এফসি ওড়িশার বিরুদ্ধে খেলতে নেমেছিল সুব্রত পালের ছেলেরা। সেখানে কার্যত ওড়িশাকে দূর…

Avatar

ওড়িশা: সপ্তম আইএসএলের চতুর্থ ম্যাচে ওড়িশার কলিঙ্গ স্টেডিয়ামে জয় দিয়ে আইএসএল অভিযান শুরু করেছে হায়দরাবাদ এফসি। সোমবার সেখানে এফসি ওড়িশার বিরুদ্ধে খেলতে নেমেছিল সুব্রত পালের ছেলেরা। সেখানে কার্যত ওড়িশাকে দূর করে ১-০ গোলে জয় পেয়েছে হায়দরাবাদ এফসি।

আইএসএলের চতুর্থ ম্যাচে ৯০ মিনিট ধরে শুধুই সানতানা-সানতানা। ম্যাচে পেনাল্টি থেকে গোল করলেন। যতবার বল পেয়েছেন ততবারই তিন কাঠির মধ্যে রাখার চেষ্টা করেছেন এই ব্রাজিলিয় তারকা। চলতি মরশুমে দল বদলের পর ওড়িশা থেকে হায়দরাবাদে এসেছেন তিনি। আর দল বদলে প্রথম ম্যাচেই সানতানা প্রাক্তন দলের বিরুদ্ধে মাঠে নেমেই গোল করলেন।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

এদিন প্রথমার্ধে ৩৩ মিনিটের মাথায় বক্সের ভিতরে ওড়িশা অধিনায়ক স্টিভেন টেলর হোলিচরণ নার্জারির শট ক্লিয়ার করতে গিয়ে হ্যান্ডবল করে বসেন। রেফারি পেনাল্টির সিদ্ধান্ত জানান। আর সেই পেনাল্টিকে কাজে লাগিয়ে স্পট থেকে গোল করতে কোনও ভুল করেননি সানতানা। তারপর শত চেষ্টা করেও প্রথমার্ধে গোল শোধ করতে পারেনি ওড়িশা।

এমনকি সেই একই ধারা বজায় রেখেছে দ্বিতীয়ার্ধেও। ম্যাচ জুড়ে খালি সমতা ফেরানোর আপ্রাণ চেষ্টা করলেও শেষমেষ গোল করতে পারেনি ওড়িশা। উল্লেখ্য, গত বছর ১০ নম্বরে লিগ শেষ করেছিল হায়দরাবাদ এফসি। সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে সুব্রত পালের ছেলেরা এবার প্রথম ম্যাচেই জয় দিয়ে আইএসএল অভিযান শুরু করল। এখন আগামী ম্যাচগুলোতে কী পারফরম্যান্স দেখা যায়, সেটাই দেখার।

About Author