আন্তর্জাতিকনিউজ
ধেয়ে আসছে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী ঘূর্ণিঝড় ‘ডগলাস’
আবহাওয়া অফিসের তরফে বলা হয়েছে, এই ঘূর্ণিঝড়ের গতিবেগ হতে পারে ১১১ কিমি থেকে ১২৯ কিমি পর্যন্ত বা তার বেশি হতে পারে।

Advertisement
ফের শক্তিশালী ঘূর্ণিঝড় ধেয়ে আসছে। পৃথিবীর সবচেয়ে শক্তিশালী ঘূর্ণিঝড় ডগলাস ধেয়ে আসছে স্থলভাগের দিকে। আবহাওয়া অফিসের তরফে বলা হয়েছে, এই ঘূর্ণিঝড়ের গতিবেগ হতে পারে ১১১ কিমি থেকে ১২৯ কিমি পর্যন্ত বা তার বেশি হতে পারে। আর এই ঝড়ের গতিবেগ ও সেরকম হবে তা বোঝাই যাচ্ছে।
Advertisement
আবহাওয়া দফতরের তরফ থেকে বলা হয়েছে, হাওয়াই দ্বীপপুঞ্জের কাছে এটি আছড়ে পড়ার সম্ভাবনা আছে। আর স্থলভাগে আছড়ে পড়লে শক্তি সামান্য কমতে পারে। ক্যাটাগরি ৪–এর ঘুর্ণিঝড়টিকে শুক্রবার থেকে ধীরে ধীরে স্থলভাগের দিকে যেতে শুরু করে।
হনলুলুর সেন্ট্রাল প্যাসিফিক হ্যারিকেন সেন্টারের পক্ষ থেকে এই তথ্য বলা হয়েছে। রবিবার এই ঝড়টি আছড়ে পড়ার সময় এর শক্তি অনেকটাই কমবে বলে মনে করা হচ্ছে। তবে হ্যারিকেন সেন্টারের পক্ষ থেকে হাওয়াই দ্বীপপুঞ্জের দিকে নজর রাখা হয়েছে।
Advertisement