শ্রেয়া চ্যাটার্জি – সোশ্যাল মিডিয়ায় যে ছবিটি ভাইরাল হয়েছে তা একেবারে গা শিউরে উঠার মত। রাস্তায় পড়ে থাকা মরা কুকুরের মাংস খাচ্ছেন এক মানুষ। দিল্লি – জয়পুরের হাইওয়ের উপরে তোলা এই ঘটনাটি। যা, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বেশ সবাইকে নাড়া দিয়ে গেছে। করোনা ভাইরাস এর জন্য দেশে অনেকদিন থেকেই লকডাউন চলছে। সমস্যায় পড়েছেন দিন আনা দিন খাওয়া মানুষগুলো। না হলে কি আর খিদের জ্বালায় কেউ মরা কুকুরের মাংস ছিঁড়ে খায়? ব্যক্তি যদি মানসিক ভারসাম্যহীন নয়, সুস্থ মানুষের পক্ষে কতটা খিদের জ্বালা থাকলে তবে এমন কাজ করা যায়।
করোনা ভাইরাস গোটা বিশ্বকে বিধ্বস্ত করে দিয়েছে। বিশ্বের সমস্ত তাবড় তাবড় উন্নত দেশ গুলি এর কাছে মাথা নত করেছে। ভারতবর্ষেও আক্রান্তের সংখ্যা কোন অংশে কম নয়। তার সাথে সাথে রয়েছে মানসিক যন্ত্রণা। কার্যত, সকলে গৃহবন্দি হয়ে বসে রয়েছে। কলকারখানা বন্ধ, যানবাহন চলছেই না। কি করে দুবেলা-দুমুঠো অন্নসংস্থান হবে, এই ভেবেই ভেবেই মানুষ দিনানিপাত করছেন।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join NowPerson witnesses a man purportedly eating dead dog’s meat he found on road. Helps him by offering food.#Hunger #MigrantWorkers #MigrantsOnTheRoad #migrants pic.twitter.com/51LpXQ7qUj
— The Rational Daily (@RationalDaily) May 19, 2020
সরকারি-বেসরকারি এবং ব্যক্তিগত উদ্যোগে অনেকেই এগিয়ে এসেছেন। কিন্তু সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এমন ঘটনা দেখলে ভয়েতে আঁতকে উঠতে হয়। যদিও সেই ক্ষুধার্ত মানুষটিকে পরে একজন ব্যক্তি গাড়ি থেকে প্রথমে জিজ্ঞাসা করলেন ‘আরে ভাই তোমার কাছে কি খাবার নেই?’ তারপর নেমে খাবার এবং জলের বোতল দেন।