Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

Investment Plan: মাসে ১০০০ টাকা দিয়েও কোটিপতি হওয়া সম্ভব, অনেকেই হয়েছেন মালামাল, জেনে নিন এই স্কিমের সমন্ধে

এমন অনেকে আছেন যারা মনে করেন যে হাজার দুই হাজার টাকা বিনিয়োগ করে কিছু করা যায় না, তাই তারা বিনিয়োগ করছেন না। কিন্তু এটা একটা অজুহাত মাত্র। সত্যটি হল অল্প…

Avatar

এমন অনেকে আছেন যারা মনে করেন যে হাজার দুই হাজার টাকা বিনিয়োগ করে কিছু করা যায় না, তাই তারা বিনিয়োগ করছেন না। কিন্তু এটা একটা অজুহাত মাত্র। সত্যটি হল অল্প পরিমাণে বিনিয়োগ দিয়ে শুরু করে একটি বড় আর্থিক তহবিল অর্জন করা যায়।

মিউচুয়াল ফান্ড থেকে বড় অঙ্কের টাকা আয়

আসলে নিরাপদ বিনিয়োগের জন্য ব্যাংক ও পোস্ট অফিসে এফডি করতে হবে। তবে এটি থেকে প্রাপ্ত রিটার্নগুলি কোনও বড় আর্থিক লক্ষ্য অর্জন করতে সক্ষম হবে না। একই সঙ্গে একটু ঝুঁকি নিয়ে মিউচুয়াল ফান্ড থেকে বড় অঙ্কের টাকা আয় করা যায়। আজকের দিনে অনেকেই খুব সহজে মাসে ১০০০ টাকা সঞ্চয় করতে পারে। মাত্র হাজার টাকা বিনিয়োগ করেই কোটিপতি হওয়া যায়।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

বড় রিটার্ন পেতে পারেন

বর্তমানে মাসে ১০০০-২০০০ টাকা বিনিয়োগ করা বড় কথা নয়। আপনি যদি মাসে ২০ হাজার টাকা আয় করেন তাহলে আপনি সেখান থেকে ১০০০ টাকা এমন জায়গায় বিনিয়োগ করতে পারেন যেখানে একটু রিস্ক নিয়েই বড় রিটার্ন পেতে পারেন।

মিউচুয়াল ফান্ড চমৎকার রিটার্ন দিয়েছে

২০ বছর ধরে ব্যাঙ্ক ও পোস্ট অফিসে মাসে ১০০০ টাকা বিনিয়োগ করলেও আপনি ৩১ লক্ষ টাকা পাবেন না। কারণ ২০ বছরে মাসিক হাজার টাকা অনুযায়ী আপনি জমা দেবেন মাত্র ২.৪০ লক্ষ টাকা। তবে যদি প্রতি মাসে মিউচুয়াল ফান্ডে ১০০০ টাকা বিনিয়োগ করেন তাহলে বড় অঙ্কের টাকা ইনকাম করতে পারবেন। গত দুই দশকে মিউচুয়াল ফান্ডগুলো চমৎকার রিটার্ন দিয়েছে। কোনো কোনো ফান্ড ২০ শতাংশ পর্যন্ত রিটার্ন দিয়েছে।

এভাবে হবেন কোটিপতি

৩০ বছর, ৩০ বছর এবং ১০০০ মাসের বিনিয়োগে বাম্পার রিটার্ন পাওয়া যেতে পারে। এক্ষেত্রে ৩০ বছর পর মাসে ১০০০ টাকার এসআইপিতে ১২ শতাংশ রিটার্ন অনুযায়ী মোট ৩৫,২৯,৯১৪ টাকা পাবেন তিনি। আপনি যদি মাসে ৩ হাজার টাকার এসআইপি করেন, তাহলে ৩০ বছর পর ১২% বার্ষিক রিটার্ন অনুযায়ী আপনি পাবেন প্রায় ১.০৫ কোটি টাকা।

Mutual fund sip investment

সেই সঙ্গে একটু বেশি ইন্টারেস্ট পেলে অর্থাৎ প্রতি ১৫% রিটার্নে ১০০০ টাকা হলে মাসিক এসআইপিতে মোট ৭০ লক্ষ টাকা পাওয়া যাবে। এ ছাড়াও, এমন সম্ভাবনাও রয়েছে যে যদি তিনি ১০০০ মাসের বিনিয়োগে ২০% রিটার্ন পান, তবে ৩০ বছর পরে মোট ২, ৩৩, ৬০, ৮০২ টাকা পাবেন। এই ৩০ বছরে বিনিয়োগকারীকে জমা দিতে হবে মাত্র ৩ লাখ ৬০ টাকা।

About Author