Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

কর্মক্ষেত্রে বিরাট পরিবর্তন, মিলবে তিন দিন ছুটি

বিশ্বজুড়ে করোনা সংক্রমণ বাড়ছে ক্রমাগত। তবে এরই মাঝে দক্ষিণ-পশ্চিম প্রশান্ত মহাসাগরের ওশেনিয়া অঞ্চলে অবস্থিত দ্বীপরাষ্ট্র নিউজিল্যান্ড এই মারণ ভাইরাসকে রুখতে অনেকটাই সক্ষম হয়েছে। এই পরিস্থিতিতে লকডাউন তুলে নিয়েছে সংশ্লিষ্ট সরকার।…

Avatar

বিশ্বজুড়ে করোনা সংক্রমণ বাড়ছে ক্রমাগত। তবে এরই মাঝে দক্ষিণ-পশ্চিম প্রশান্ত মহাসাগরের ওশেনিয়া অঞ্চলে অবস্থিত দ্বীপরাষ্ট্র নিউজিল্যান্ড এই মারণ ভাইরাসকে রুখতে অনেকটাই সক্ষম হয়েছে। এই পরিস্থিতিতে লকডাউন তুলে নিয়েছে সংশ্লিষ্ট সরকার। তবে লকডাউন চলাকালীন ব্যাপক ক্ষতি হয়েছে পর্যটন শিল্পে। যেহেতু এই শিল্প থেকে গোটা দেশের অর্থনীতির ১০ শতাংশ আসে, তাই যথেষ্ট গুরুত্বপূর্ণ জায়গা রয়েছে পর্যটন শিল্পের।

করোনার জেরে বিদেশি পর্যটকদের এই দেশে আসার সম্ভাবনা একদমই নেই। এই পরিস্থিতিতে এক অভিনব সিদ্ধান্ত নেওয়ার কথা ঘোষণা করলেন প্রধানমন্ত্রী জাসিন্ডা আরডার্ন। কর্মক্ষেত্রে ১ দিনের পরিবর্তে এবার ৩ দিন ছুটি দেওয়ার কথা ভাবছেন তিনি। অর্থাৎ, যে কোনো সংস্থার কর্মীকেই সপ্তাহে আর ৬ দিন কাজ করতে হবে না।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

ফেসবুকের একটি লাইভ ভিডিওতে তিনি জানান, যেহেতু বিদেশি পর্যটকদের আসার সম্ভাবনা কম তাই নিজের দেশের নাগরিকদের দ্বারাই পর্যটন শিল্পকে চাঙ্গা করতে হবে। সপ্তাহে ৩ দিন ছুটি পেলেই মানুষ ঘুরতে যেতে পারবে।

অন্যদিকে বিশ্ব পরিসংখ্যান অনুযায়ী নিউজিল্যান্ডে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১,৫০৪ জন। যাদের মধ্যে সুস্থ হয়েছেন ১,৪৫৫ এবং মারা গেছেন মাত্র ২১ জন। অর্থাৎ অন্যান্য দেশগুলির তুলনায় এই দেশে করোনা পরিস্থিতি অনেকটাই ভালো।

About Author