Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

XI Admission Result 2025: একাদশ শ্রেণির ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ, দেখুন এক ক্লিকে

২০২৫-২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশিত হয়েছে। বুধবার (২০ আগস্ট) রাতেই ভর্তির জন্য নির্ধারিত কেন্দ্রীয় ওয়েবসাইটে এ ফলাফল প্রকাশ করা হয়। এর ফলে প্রায় ১১ লাখ ভর্তি-ইচ্ছুক…

Avatar

২০২৫-২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশিত হয়েছে। বুধবার (২০ আগস্ট) রাতেই ভর্তির জন্য নির্ধারিত কেন্দ্রীয় ওয়েবসাইটে এ ফলাফল প্রকাশ করা হয়। এর ফলে প্রায় ১১ লাখ ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীর মধ্যে যারা আবেদন করেছিলেন, তারা নিজেদের ফলাফল দেখে নিতে পারবেন।ওয়েবসাইটে লগইন করার জন্য শিক্ষার্থীদের ইউজার আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করতে হবে। পাশাপাশি, আবেদন প্রক্রিয়ার সময় দেওয়া মোবাইল নম্বরে এসএমএসের মাধ্যমেও ফল জানিয়ে দেওয়া হচ্ছে। এই ধাপের নির্বাচিত শিক্ষার্থীদের নির্ধারিত নিশ্চায়ন ফি প্রদান করে তাদের ভর্তির প্রক্রিয়া নিশ্চিত করতে হবে।

ফি প্রদানের নিয়ম

ভর্তি নিশ্চিত করার জন্য শিক্ষার্থীদের ৩৩৫ টাকা নিশ্চায়ন ফি জমা দিতে হবে। ফি জমা দেওয়া যাবে বিকাশ, সোনালী ই-সেবা, সোনালী ওয়েব, ইউসিবি উপায়, ডিবিবিএল রকেট, ওয়ান ব্যাংক ওকে ওয়ালেট, ট্রাস্ট ব্যাংক ট্যাপ এবং নগদসহ একাধিক প্ল্যাটফর্মের মাধ্যমে। বিস্তারিত নির্দেশিকা ভর্তির ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

আবেদনকারীর সংখ্যা ও বাস্তব চিত্র

ঢাকা শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, এ বছর ১৩ লাখের বেশি শিক্ষার্থী এসএসসি ও সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হলেও, একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন করেছে ১০ লাখ ৭৩ হাজার ৩৩৬ জন। কারিগরি শিক্ষায় উত্তীর্ণ প্রায় এক লাখ পরীক্ষার্থী বাদ দিলেও এখনও উল্লেখযোগ্য সংখ্যক শিক্ষার্থী ভর্তির আবেদন করেনি।উল্লেখযোগ্য বিষয় হলো, নটর ডেম কলেজসহ কিছু স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান ছাড়া দেশের সব কলেজ ও মাদ্রাসায় কেন্দ্রীয়ভাবে অনলাইনে ভর্তির প্রক্রিয়া সম্পন্ন হয়। এই প্রক্রিয়ায় শিক্ষার্থীদের এসএসসি পরীক্ষার ফলাফলের ভিত্তিতে বাছাই করা হয়। কোনো লিখিত পরীক্ষা নেওয়া হয় না।

পরবর্তী ধাপের সময়সূচি

প্রথম ধাপে যাদের সুযোগ হয়নি, তাদের জন্য দ্বিতীয় ও তৃতীয় ধাপে আবেদন করার সুযোগ থাকবে।দ্বিতীয় ধাপ: ২৩ থেকে ২৫ আগস্ট আবেদন করা যাবে, ফল প্রকাশ ২৮ আগস্ট। তৃতীয় ধাপ: ৩১ আগস্ট ও ১ সেপ্টেম্বর আবেদন, ফল প্রকাশের পর ভর্তি সম্পন্ন হবে। সবশেষে, ৭ থেকে ১৪ সেপ্টেম্বরের মধ্যে ভর্তির কাজ শেষ করে ১৫ সেপ্টেম্বর থেকে একাদশ শ্রেণির ক্লাস শুরু হবে।
About Author