বলিউডবিনোদন

দর্শকদের মন রাখতে আজগুবি অ্যাকশন, ব্যাপক ট্রোলের মুখে সলমনের ‘রাধে’

রাধে সিনেমাটি সিনেমা রিভিউ ওয়েবসাইট IMDB তে মাত্র ২.১ স্কোর করতে পেরেছে

Advertisement
Advertisement

পুরনো ট্রেন্ড বজায় রেখেই চলতি বছরে ঈদের সময় রিলিজ করল সালমান ভাইয়ের ধামাকাদার ছবি “রাধে, ইওর মোস্ট ওয়ান্টেড ভাই”। ইতিমধ্যেই এই সিনেমা Zee 5 এবং Zee Plex ওটিটি প্লাটফর্মে রিলিজ করেছে। অনেকের মতে সালমান ভাইয়ের নতুন এই ধামাকা কোরিয়ান ছবি “দা আউটলস” এর অফিশিয়াল রিমেক ভার্শন। এমনকি অ্যাকশন সিন হুবহু সিনেমা থেকে কপি করা। সিনেমাতে স্টার কাস্ট হিসাবে আছেন সালমান খান এবং তার বিপরীতে অভিনেত্রী দিশা পাটানি। ছবিতে নেতিবাচক চরিত্রে অভিনয় করেছেন রণদীপ হুডা। এছাড়া জ্যাকি শ্রফকে এই সিনেমায় সালমানের সিনিয়র চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছে। সিনেমাটি রোমান্স এবং অ্যাকশনে ভরপুর হলেও কোথাও না কোথাও রিলিজের পর দর্শকদের সমালোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে।

Advertisement
Advertisement

সালমান খান বরাবরের মতোই রাধে সিনেমাতে তার হ্যান্ডসাম অবয়বে দর্শকদের মন কাড়তে উপস্থিত হয়েছে। সিনেমাতে মুম্বাইয়ের বুকে চলতে থাকা মাদক ব্যবসা রুখতে পুলিশ অফিসারের দরকার। আর সেই পুলিশ অফিসার কে? অবশ্যই সে হল রাধে। একাধিক অ্যাকশন ও ইনটেন্স ফাইট সিন দিয়ে তৈরি তার চরিত্র। শুরুতেই তার সিক্স প্যাক বডি মন কেড়েছে দর্শকদের। তারপর একাধিক অ্যাকশন সিন জমিয়ে দিয়েছে পুরো চিত্রনাট্যকে। কিন্তু আপনি যদি বাস্তব যুক্তি মাথায় নিয়ে সিনেমাটি দেখতে বসেন তাহলে হয়তো সিনেমার চেয়ে Vfx এফেক্ট আপনার চোখে বেশি পড়বে। এই সিনেমা দেখতে গেলে বাস্তব জীবন এবং যুক্তিকে দূরে সরিয়ে রাখতে হবে।

Advertisement

সিনেমাতে একাধিক দৃশ্যে সুপারম্যান হয়ে উঠেছেন সবার প্রিয় সালমান ভাই। কোন সময় তাকে আয়রন ম্যানের মত ভূমিকা পালন করতে দেখা গেছে তো কোন সময় ক্যাপ্টেন আমেরিকার মতো বহুতল বিল্ডিং থেকে কাঁচ ভেঙে লাফ দেওয়ার দৃশ্য দেখা গিয়েছে। একটি দৃশ্যে রণদীপ হুডা ওরফে সিনেমার রানা, রাধেকে ধাতব দণ্ড দিয়ে হাতে মারলে লোহাতে লোহা ঠোকার শব্দ হয়েছে। দৃশ্য দেখে মনে হয়েছে সাক্ষাৎ ভারতীয় আয়রন ম্যান যুদ্ধ ময়দানে অবতীর্ণ হয়েছে। বারংবার ধাতব দণ্ডের আঘাতেও একটুও ব্যাথা পায়নি সিনেমার লৌহমানব রাধে ওরফে সালমান খান। এছাড়াও একটি দৃশ্যে হেলিকপ্টার ক্র্যাশ করার পরও অক্ষত অবস্থায় রাধেকে বেরিয়ে আসতে দেখা গিয়েছে। এক কথায় বলতে গেলে অ্যাকশন সিন খুব বেশি করে ডিজিটাল খেলা বলেই বোঝা গেছে গোটা সিনেমাতে। বাস্তবের যুক্তিতর্ক সরিয়ে দিয়ে সিনেমা দেখতে বসলে হয়তো আপনাকে এই সমস্ত অ্যাকশন সিন আনন্দে আপ্লুত করতে পারবে।

Advertisement
Advertisement

প্রসঙ্গত, সালমান খানের নতুন সিনেমা ভিউ এর দিক থেকে একাধিক রেকর্ড ভাঙলেও খুব একটা সন্তোষজনক প্রতুত্তর দিতে পারিনি দর্শকদের থেকে। সিনেমা রিভিউ ওয়েবসাইট IMDB তে এই সিনেমা মাত্র ২.১ স্কোর করতে পেরেছে। হয়তো দর্শকদের ভিএফক্স ভরা অ্যাকশন সিন অতটাও খুশি করতে পারেনি। এছাড়া মুভিতে গল্পের গরু একাধিক জায়গায় গাছে উঠেছে বলে মনে করা হয়েছে। সার্বিকভাবে অবাস্তব অ্যাকশন সিন ও গোটা সিনেমাতে দিশা পাটানির শুধুমাত্র হাসি প্রদর্শন সিনেমার রিভিউতে সরাসরি প্রভাব ফেলেছে।

Advertisement

Related Articles

Back to top button