জীবনযাপনসৌন্দর্য

আলুতে এই জিনিসগুলো মিশিয়ে লাগান, ৭ দিনে মুছে যাবে চোখের নীচের কালো দাগ

Advertisement
Advertisement

সামনেই পুজো। আর এই পুজোর সময় চোখের নীচে কালো দাগ থাকুক, তা চান না কেউই। অনেকসময় এই দাগ ঢাকার জন্য বিউটি পার্লারে গিয়ে অনেক ধরনের ট্রিটমেন্ট করিয়ে থাকেন অনেকে। এছাড়াও এখন বাজারে একাধিক উন্নত মানের ক্রিম পাওয়া যায়, যা চোখের নীচে পড়া দীর্ঘ কালো দাগকে মিটিয়ে দিতে সহায়তা করে থাকে। তবে এর যে কোন নিশ্চয়তা নেই, তা বলাই বাহুল্য। তবে বেশিরভাগই নিজেদের এই চোখের তলায় পড়া কালো দাগ নিয়ে রাস্তায় বেরোতে লজ্জা পান, আর সেক্ষেত্রে তারা ব্যবহার করে থাকেন ভারী মেকাপ। তবে ঘরোয়া পদ্ধতিতেই এই দীর্ঘ ডার্ক সার্কেল মেটানো সম্ভব। আর সেক্ষেত্রে আলুর রসের সাথে মিশিয়ে নিতে হবে বেশ কিছু ঘরোয়া উপাদান। জানুন বিস্তারিত।

Advertisement
Advertisement

উপকরণ-
১) আলুর রস
২) কফি
৩) অ্যালোভেরা জেল
৪) গোলাপ জল
৫) বাদাম তেল
৬) তুলোর প্যাড
৭) একটি কাঁচের পাত্র

Advertisement

পদ্ধতি-
প্রথমে উপরিউক্ত সমস্ত জিনিস ভালোভাবে মিশিয়ে নিয়ে একটি কাঁচের পাত্রে রেখে দিতে হবে। এরপর তুলোর প্যাডগুলিকে ভিজিয়ে রাখতে হবে। পরে সেই তুলোর প্যাডগুলি চোখের নীচে লাগিয়ে অন্ততপক্ষে ২০ মিনিটের জন্য ছেড়ে দিতে হবে। শেষে এই তুলোর প্যাডগুলি সরিয়ে বানানো ঘরোয়া জেলটি চোখের নীচে ভালোভাবে লাগাতে হবে। এই প্রক্রিয়া যদি বেশ কয়েকদিন ব্যবহার করা যায়, অন্ততপক্ষে ৭ দিন তাহলেই তফাৎ নজরে আসবে।

Advertisement
Advertisement
Advertisement

Related Articles

Back to top button