Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

নিজের প্রেমিকার ফোন কি করে ট্র্যাক করবেন ভাবছেন? জেনে নিন সহজ উপায়

বেশ কিছু সময় ধরে দখছেন আপনার প্রেমিকা অদ্ভুত আচরণ করছেন? সন্দেহ করছেন অন্য কারও সাথে কথা বলছে নাকি? এমনকি আপনার বিশ্বাস চলে যাচ্ছে তার ওপর থেকে? কিন্তু সব সময় সে…

Avatar

By

বেশ কিছু সময় ধরে দখছেন আপনার প্রেমিকা অদ্ভুত আচরণ করছেন? সন্দেহ করছেন অন্য কারও সাথে কথা বলছে নাকি? এমনকি আপনার বিশ্বাস চলে যাচ্ছে তার ওপর থেকে? কিন্তু সব সময় সে ফোন আগলে থাকে বলে দেখতে পারছেন না? কে প্রতিদিন ফোন করে, কার সাথে গল্প চলে এত সময় ধরে। টাকা খরচ করে গুপ্তচর রাখার কোনও প্রয়োজন নেই। নিজেই এখন করতে পারবেন আপনার প্রেমিকার ফোন ট্র্যাক। বহু এমন ট্যাকিং অ্যাপ্লিকেশন রয়েছে যার মাধ্যমে আপনি জানতে পারবেন আপনার প্রেমিকার মোবাইলের অবস্থান। তবে আজ আমরা আলোচনা করতে চলেছি Spyic নামক এই অ্যাপ্লিকেশন সম্পর্কে,

ফোন ট্র্যাকার Spyic

প্রযুক্তির এই উর্ধ্বগতি আপনার জীবনে অনেক বড় পরিবর্তন নিয়ে আসতে পারে। আপনার যদি মনে হয় যে ফোন ট্যাকিং অসম্ভব কোনও বিষয়। তবে আপনাকে বলা রাখি আজ আমরা আপনাকে বলতে চলেছি Spyic নামক এক অ্যাপ সম্পর্কে। এই অ্যাপের সাইজ মাত্র ২ mb। এই অ্যাপ Ios এবং অ্যান্ড্রয়েড উভয় প্ল্যার্টফর্মেই রয়েছে। তবে ট্যাকিং এর ক্ষেত্রে আপনার প্রয়োজন হবে ভালো ইন্টারনেট কানেকশনের।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

১। প্রথমে spyic এ আপনার নিজের অ্যাকাউন্ট ওপেন করুন। তাতে আপনার ইমেল এবং পাসওয়ার্ড দিতে হবে। এইবার টারগেট ডিভাইজ সিলেক্ট করুন। তবে আপনার প্রয়োজন হিসেবে আপনাকে টাকা দিতে হবে।
২। সাথে সাঠে আপোণাড় স্ক্রিনে চলে আসবে গাইডলাইন।
৩। অ্যান্ড্রয়েড ফোনের জন্য ডাউনলোড করুন এবং ইনস্টল করুন আপনার ইমেল ব্যবহার করে। ইমেল দিলেই আপনি ইন্সটল করতে পারবেন এই অ্যাপকে।
৪। আপনার ওয়েব বেসড অ্যাকাউন্টটিকে রি-অ্যাক্সেস করুন। সমস্ত ফিচার আপনি আপনার ড্যাশবোর্ডে দেখতে পারবেন। সেখানে লোকেশন ফিচারে গেলেই আপনার প্রেমিকার লোকেশন পেয়ে যাবেন।

About Author