সূর্যের গতিবিধির এক বিরল দৃশ্য সামনে আনল নাসা। সম্প্রতি নাসা সূর্যের একটি ভিডিও প্রকাশ করেছে যা কিনা আগে খুব কম ঘটেছে বা ঘটেনি। নাসার পক্ষ থেকে বলা হয়েছে এটাই নাকি এখনও পর্যন্ত সূর্যের সবচেয়ে কাছের ভিডিও বা ছবি। নাসা তাদের সোশ্যাল মিডিয়ার পেজে আ ডিকেড অফ সান নামে একটি ভিডিও প্রকাশ করেছে।
সেই ভিডিওতে দেখা যাচ্ছে যে সূর্য মাত্র ১ ঘন্টায় ১০ বছরের কর্মকান্ড চালিয়ে যাচ্ছে। বিজ্ঞানীরা মনে করছেন যে ১১ বছরের কাজ মাত্র ১ ঘন্টায় করছে সূর্য। ১১ বছর অন্তর অন্তর সূর্যের চৌম্বক স্থান পরিবর্তন করে থাকে। আবার উত্তর ও দক্ষিণ মেরু জায়গা পরিবর্তন করে। মাত্র ৬১ সূর্য ১০ বছরের কাজ করে ফেলছে।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowনাসার এসডিএ উপগ্রহে এই বিরল দৃশ্য দেখা গেছে। পৃথিবীকে পরিক্রমার সময় সূর্যের নানা ছবি প্রায় ৪২৫ মিলিয়ন রেজোলিউশনে তোলা হয়েছে।