করোনা লকডাউনের কারণে এখন বাইরে গিয়ে রিচার্জ করা কার্যত অসম্ভব হয়ে পড়েছে।তাই জিও এবার একটি আকর্ষণীয় ফিচার নিয়ে এল গ্রাহকদের জন্য। Whatsapp য়ের মাধ্যমে নিজের এবং অন্যদের নাম্বারে রিচার্জ করতে পারবেন সিমকার্ড হোল্ডাররা। কিন্তু কীভাবে? Reliance Jio র একটি Whatsapp Chatboard রয়েছে যার নাম জিওকেয়ার। এই জিও কেয়ারের নম্বরে (৭০০০৭৭০০০৭) Whatsapp য়ে একবার ‘হাই’ লিখে পিং করুন। এবার মেন মেনু অপশনে গিয়ে ‘জিও সিম রিচার্জ’ মোডে ক্লিক করে সিলেক্ট করুন। পেমেন্টের জন্য গুগল পে, পেটিএম,অ্যামাজনপে,ফোনপে সহ একাধিক ই-ওয়ালেটের অপশন পাবেন গ্রাহকরা।
শুধু রিচার্জই নয়, JioCare Chatboard য়ে আরও একাধিক সুবিধা পাবেন গ্রাহকরা।কোভিড-১৯ সংক্রান্ত বিভিন্ন তথ্য পাওয়া যাবে এই চ্যাটবোটের মাধ্যমে। এলাকার পিনকোড নিয়ে কাছাকাছি ভ্যাকসিনেশন সেন্টারের খোঁজ পেতে পারবেন এই কেয়ারের মাধ্যমে। মেন মেনু থেকে ‘কোভিড ভ্যাকসিন অ্যান্ড ইনফো’ অপশন সিলেক্ট করে নিলে কিংবা ‘ভ্যাকসিন ইনফো’ অপশনে ক্লিক করলে প্রয়োজনীয় তথ্য পাবেন ইউজাররা।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowসিম পোর্ট করাতে চাইলে সেই আবেদনও করা যাবে এই হোয়াটসঅ্যাপ চ্যাটবোটের মাধ্যমে। জিও সিম রিচার্জ করা ছাড়া নতুন রিলায়েন্স জিও সিমের জন্য আবেদনও করতে পারবেন গ্রাহকরা। জিও কেয়ারের মাধ্যমে জিও-ফাইবার ইন্টারনেট, জিও মার্ট এবং আন্তর্জাতিক রোমিংয়ের পরিষেবাও পাওয়া যাবে। আপাতত হিন্দি ও ইংরাজি এই দুই ভাষায় পরিষেবা মিললেও পরবর্তীতে আরও কিছু আঞ্চলিক ভাষা যোগ করার কথা রয়েছে জিও কেয়ারে।