টেক বার্তা

Whatsapp কলের সময় কিভাবে নিজেকে সুরক্ষিত রাখবেন সাইবার জালিয়াতদের হাত থেকে? জানুন বিস্তারিত ভাবে

সাইবার জালিয়াতরা যাতে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের আইপি অ্যাড্রেস না জানতে পারে তার জন্য একটা নতুন ফিচার নিয়ে এসেছে মেটা মালিকানাধীন এই কোম্পানিটি

Advertisement
Advertisement

যখন আপনি ইন্টারনেট ব্যবহার করেন তখন আপনার আইপি অ্যাড্রেস আপনার সবথেকে বড় পরিচয় হিসেবে কাজ করে। এর মাধ্যমে আপনার ডিভাইস থেকে লোকেশন পর্যন্ত সবকিছুই খুব সহজে সংগ্রহ করা যায়। হোয়াটসঅ্যাপের সাহায্যে অনেকেই আইপি অ্যাড্রেস এবং লোকেশন ট্র্যাক করতে পারেন। এই ধরনের ট্রাকিং এর কারনে অনেকেই কিন্তু সাইবার জালিয়াতির সম্মুখীন হয়ে থাকেন। whatsapp এর সাহায্যে যাতে এটি না ঘটে তার জন্য সম্প্রতি এই মেসেজিং অ্যাপ একটি আইপি প্রটেক্ট ফিচার যুক্ত করেছে তাদের সেটিংস এর মধ্যে। whatsapp কল করার সময় আইপি এড্রেস হাইড করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয় এই ফিচারটি। ফলে আপনি আরো ভালোভাবে এবং আরো গোপনীয়তার সাথে হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে পারেন।

Advertisement
Advertisement

আপনাদের জানিয়ে রাখি whatsapp মূলত VOIP ফিচার অর্থাৎ ভয়েস ওভার ইন্টারনেট প্রটোকলের মাধ্যমে ভিডিও কল এবং ভয়েস কল সার্ভিস প্রদান করে থাকে। তবে এই কল করার সময় ব্যবহারকারীর আইপি অ্যাড্রেস অনেক সময় ফাঁস হয়ে যেতে পারে। আর এই আইপি অ্যাড্রেস ফাঁস হয়ে গেলে সাইবার জালিয়াতরা সেটার দুর্ব্যবহার করতে পারেন। এই সমস্যার কারণেই মেটা মালিকানাধীন whatsapp একটি নতুন বৈশিষ্ট্য নিয়ে এসেছে তাদের অ্যাপের মধ্যে। এর মাধ্যমে আপনি নিজের আইপি এড্রেস প্রটেক্ট করতে পারবেন। এর ফলে আপনি থাকবেন একেবারে নিরাপদ এবং সুরক্ষিত। তার পাশাপাশি আপনি গোপনীয়তার সাথেই নিজের ভয়েস কল এবং ভিডিও কল করতে পারবেন।

Advertisement

whatsapp একটি ব্লগ পোস্টের মাধ্যমে সকলকে তাদের এই নতুন ফিচার এর ব্যাপারে জানিয়েছে। এই ফিচার চালু করতে হলে আপনাকে প্রথমে আপনাকে হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশনটিকে লেটেস্ট ভার্সনে আপডেট করতে হবে। এরপর whatsapp এর Settings মেনু খুলতে হবে। সেখান থেকে আপনাকে Privacy অপশনে যেতে হবে। এরপর আপনাকে Advanced বাটনে ট্যাপ করতে হবে। এরপর আপনি একটি টগল বটন দেখতে পাবেন যেখানে লেখা থাকবে, Protect IP address in calls। এই বাটনটিকে আপনাকে চালু করতে হবে। তাহলেই আপনার আইপি অ্যাড্রেস সম্পূর্ণরূপে সুরক্ষিত হয়ে যাবে। এরপর থেকে আর কেউ whatsapp কল করার সময় আপনার আইপি অ্যাড্রেস দেখতে পাবেনা।

Advertisement
Advertisement
Advertisement

Related Articles

Back to top button