Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

পুরনো ৫ টাকার থাকলে বাড়ি বসে পাবেন ৩০,০০০ টাকা, জানুন কীভাবে?

আপনার কাছে কি একটি পুরনো ৫ টাকার নোট আছে? যদি হয়, তাহলে আপনার ভাগ্য খুলে দেওয়ার মতো একটি খবর নিয়ে এসেছে কয়েন বাজার। এই একটি পুরনো ৫ টাকার নোট আপনাকে…

Avatar

By

আপনার কাছে কি একটি পুরনো ৫ টাকার নোট আছে? যদি হয়, তাহলে আপনার ভাগ্য খুলে দেওয়ার মতো একটি খবর নিয়ে এসেছে কয়েন বাজার। এই একটি পুরনো ৫ টাকার নোট আপনাকে দিয়ে দিতে পারে সর্বাধিক ৩০,০০০ টাকা। কিন্তু কিভাবে? জানতে পড়তে থাকুন। প্রায় সকলের বাবা কিংবা দাদুর কাছে একটু খোজ খবর চালালে একটি বা দুটি পুরনো ৫ টাকার নোট আপনি পেয়ে গেলেও পেতে পারেন।

তবে একটি নোট পেয়ে গেলেই তাড়াহুড়ো করবেন না। ৩০,০০০ টাকা পেতে গেলে আছে আরো কিছু শর্ত। আর এই শর্তগুলি দেখলেই বেশিরভাগ মানুষের হার্টব্রেক হবে। আপনাকে ৫ টাকার নোটের পরিবর্তে ৩০,০০০ টাকা দেওয়া হবে যদি আপনার নোটের পিছনে ট্র্যাক্টর এর ছবি থাকে। তবে সবথেকে শক্ত শর্তটি হলো, একটি নাম্বার, ৭৮৬। আপনি ৩০,০০০ টাকার পুরস্কার তখনই পাবেন যখন আপনার নোটের উপরে ৭৮৬ নম্বরটি থাকবে। আর এই নম্বর যুক্ত নোটটি প্রায় খুঁজে পাওয়া যায়না বললেই চলে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

যদি আপনার কাছে এরকম একটি নোট থাকে যেটি সব শর্ত পালন করছে, তাহলে আপনি সবথেকে ভাগ্যবান মানুষের মধ্যে একজন। তাহলে আপনি সরাসরি ভিজিট করুন coinbazzar.com এবং সেখানে আপনার নোটটি দেখিয়ে চেক করে নিন আপনি কত পাচ্ছেন সেই নোটের জন্য। কয়েন বাজার ওয়েবসাইটে সমস্ত রকমের পুরনো নোট কেনাবেচা করা হয়। এই ওয়েবসাইটে গেলে আপনি শুধু এই ৫ টাকার নোট না আরো কিছু ডিল দেখতে পাবেন।

কিছুদিন আগে এখানেই আরো একটি ডিল দেওয়া হয়েছিল, যেখানে বলা ছিল, যদি আপনার কাছে একটি পুরনো ১ টাকার নোট থাকে তাহলেও আপনার দেওয়া হবে ৪৫,০০০ টাকা। তবে সেখানেও ছিল শর্ত। সেই নোট হতে হবে ১৯৭৭ থেকে ১৯৭৯ সালের মধ্যে ছাপানো এবং তাতে সই থাকতে হবে অর্থদপ্তরের প্রাক্তন প্রধান সচিব হিরুভাই এম প্যাটেলের, যিনি প্রাক্তন প্রধানমন্ত্রী মোরারজি দেশাইয়ের আমলে ছিলেন।

About Author