বর্তমান সময়ে দাঁড়িয়ে চুল পড়ার সমস্যা অন্যতম। বেশিরভাগই অকালে চুল পড়ে যাওয়ার সমস্যায় ভুগছেন। এক্ষেত্রে বাড়ির মায়েরা ঘন কালো চুলের জন্য অনেকধরনের ঘরোয়া টোটকার পরামর্শ দিয়ে থাকেন। আর তার মধ্যে অন্যতম হল নিয়ম করে তেল মালিশ, যা পাতলা চুলের সমস্যা থেকে মুক্তি পাওয়ার অন্যতম উপায়। চুল পড়া কমিয়ে ঘন-কালো-মজবুত চুল পেতে সহায়তা করে চুলের উপযুক্ত শ্যাম্পু। তবে নিজের চুলের উপযুক্ত শ্যাম্পুর সাথে একটি বিশেষ জিনিস যদি মিশিয়ে নেওয়া হয়, তবে দূর হবে চুলের একাধিক সমস্যাও। এই নিবন্ধের সূত্র ধরে সেই প্রসঙ্গেই বিস্তারিত আলোচনা করা হল।
কফি খেতে কম বেশি সকলেই ভালোবাসেন। তবে এই কফি পাউডার যে চুলের জন্যও উপকারী, তা হয়তো অনেকেরই অজানা। কারণ কফিতে প্রচুর পরিমাণে অ্যান্টি-অক্সিডেন্ট বর্তমান। আর সেক্ষেত্রে চুলের একাধিক সমস্যা মেটাতেও এটি ব্যবহার করেই চুলের যত্ন নেওয়া হয়।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowকফি পাউডার দিয়ে তৈরি মিশ্রণের উপকরণ:
১) এক টেবিল চামচ কফি পাউডার (অ্যান্টি-অক্সিডেন্টে পরিপূর্ণ)
২) এক টেবিল চামচ গোলাপ জল (চুলের পিএইচ মেন্টেন করে)
৩) এক টেবিল চামচ অ্যালোভেরা জেল (এটি চুলে খুশকির পরিমাণ কমাতে, চুলের স্বাভাবিক বৃদ্ধি বাড়াতে ও চুলের সানস্ক্রিন হিসেবেও ভীষণভাবে কার্যকরী।)
৪) চুলের উপযুক্ত ও ব্যবহৃত শ্যাম্পু (নিজের আন্দাজ অনুযায়ী বা দুই টেবিল চামচ)
পদ্ধতি:
প্রথমে একটি পাত্রে উপরিউক্ত সমস্ত উপাদানগুলি একসাথে নিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। এরপর সেই ঘন মিশ্রণ চান করার সময় চুলে লাগিয়ে নিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে। এটি যদি বেশ কয়েকমাস ব্যবহার করা যায় তাহলেই, তফাৎ নজরে আসবে। চুল আগের থেকে অনেক বেশি ঘন-কালো হয়ে উঠবে। বজায় থাকবে চুলের স্বাভাবিক আদ্রতা ও মোলায়েম ভাবও।