Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

কিভাবে সঠিক নিয়ম মেনে শাকসবজি রান্না করলে পুষ্টিগুণ বজায় থাকে, জানুন

শ্রেয়া চ্যাটার্জি - রান্না করার সময় আমরা অর্ধেক সময় সবজির খোসা ফেলে দিয়ে রান্না করি কিন্তু মনে রাখবেন এই খোসাতে রয়েছে যত রকমের ভিটামিন, ম্যাগনেশিয়াম, পটাশিয়াম, বিটা ক্যারোটিন, অ্যান্টিঅক্সিডেন্ট ইত্যাদি।…

Avatar

শ্রেয়া চ্যাটার্জি – রান্না করার সময় আমরা অর্ধেক সময় সবজির খোসা ফেলে দিয়ে রান্না করি কিন্তু মনে রাখবেন এই খোসাতে রয়েছে যত রকমের ভিটামিন, ম্যাগনেশিয়াম, পটাশিয়াম, বিটা ক্যারোটিন, অ্যান্টিঅক্সিডেন্ট ইত্যাদি। কিভাবে সঠিক নিয়ম মেনে শাকসবজি রান্না করলে পুষ্টিগুণ বজায় থাকে তা জেনে নিন।

তরকারির খোসা ও খোসার নিচেই থাকে দেহের জন্য উপকারী মূল্যবান ভিটামিন ও খনিজ পদার্থ। তাই খোসা শুদ্ধ সবজি রান্না করা অভ্যাস করুন। প্রথম প্রথম খেতে একটু অসুবিধা হলেও পরে বিষয়টি অভ্যাস হয়ে যাবে। বাজার থেকে তরিতরকারি আনার পরেই ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়ে রোদে একটু শুকিয়ে নিতে পারেন, তারপর খুব শক্ত খোসা হলে ওপরটা হালকা একটু ছিলে নিয়ে মূল খোসাটা রেখে দিয়ে টুকরো টুকরো করে কেটে সবজি রান্না করুন।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

সবজি কেটে কখনোই বেশি সময় ধরে জলের মধ্যে ভিজিয়ে রাখবেন না। খুব বেশি পাতলা পাতলা করে কাটা উচিত নয়। রান্না করার বহুক্ষণ আগে সবজি কে কেটে রাখবেন না।

পাতা জাতীয় সবজি যেমন লেটুস, বাঁধাকপি, পালং শাক একটু ভাপিয়ে নিয়ে স্যালাডের সঙ্গে খেতে পারেন। অনেক সময় ধরে শাকসবজি তেলের মধ্যে ভাজা উচিত নয়, তাহলে শাক সবজির গুণাগুণ নষ্ট হতে পারে।

লকডাউন এর বাজারে তরকারির খোসা বাইরে দয়া করে ফেলবেন না। নিত্য নতুন রেসিপি বানাতে চেষ্টা করুন তরকারির ফেলে দেওয়া খোসা দিয়ে। আলুর খোসা কে পাতলা পাতলা করে কেটে তেলে ভেজে ওপর একটু পোস্ত ছড়িয়ে বাচ্চাদের সামনে উপহার দিতেই পারেন আলুর চিপস হিসাবে। লেজ, কুরকুরের চাহিদাটা হয়তো খানিকটা কমতে পারে। লাউয়ের খোসা বাঁচিয়ে রেখে ওই একই পদ্ধতিতে ঝুরি ঝুরি করে কেটে ডালের সঙ্গে ভাজা খেতেই পারেন। কিংবা সব রকম সবজির খোসা সমান ভাবে কেটে সরষে বাটা সরষের তেল কাঁচালঙ্কা দিয়ে টিফিন বক্স বানাতে পারেন খোসা ভাপা, কোন একদিন কাঁচকলার কোপ্তা বানাবেন বলে কাঁচকলা নিয়ে খোসা কে ফেলে দেবেন তা বললে হয়? খোসাতেই তো রয়েছে যত রকমের পুষ্টিগুণ।

তাই সেই খোসা গুলি বেটে কাঁচা লঙ্কা, রসুন, কালোজিরা সাথে রান্না করে ফেলুন ‘কাঁচকলার খোসা বাটা’। দেখবেন বাড়ির সবাই কেমন চেটেপুটে খাচ্ছে। এইসব রান্নায় কিন্তু সেকেলে রান্না। পুরনো দিনের মা, ঠাকুমারা এমন রান্না করতেন। বড় বড় সংসারে এমনিভাবেই তারা চলতেন। আধুনিক জীবনে অভ্যস্ত আমরা এসব ভুলে যেতে বসেছি। সেই সেকেলে রান্নাবান্না আবার করে ফিরিয়ে আনাই যেতে পারে। এতে শরীর ভালো থাকবে, একটা নিত্য নতুন পদ হবে, আর খোসাগুলো নষ্ট হবে না।

About Author