Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

Aadhaar Card: বিয়ের পর পদবী বদল নিয়ে সমস্যা, আধার কার্ডে সংশোধন এখন আরও সহজ

Updated :  Monday, May 6, 2024 10:27 AM

সদ্য বিয়ে করেছেন বা বিয়ের পরিকল্পনা চলছে? মেয়েদের বিয়ের পরেই পদবী বদলানোর বিষয় উঠে আসে। অধিকাংশ মেয়েই বিয়ের পর জন্মসূত্রে পাওয়া পদবী বদলে গ্রহণ করেন স্বামীর পদবী। তবে এই পদবী বদলের সঙ্গে সঙ্গে মাথায় আসে আইনি জটিলতার বিষয়টাও। তবে আধার কার্ডে (Aadhaar Card) যদি পদবী বদল করতে চান তাহলে আর চিন্তার কোনো কারণ নেই। কিছু নিয়ম মানলেই আধার কার্ডে বদল করা যাবে পদবী।

যেকোনো ভারতীয় নাগরিকের কাছেই আধার কার্ড অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নথি। বিভিন্ন সরকারি কাজে তো বটেই, বেসরকারি কাজেও এখন প্রয়োজন পড়ে আধার কার্ডের। এই নথি ছাড়া গুরুত্বপূর্ণ কাজ আটকে যেতে পারে। তাই সঠিক তথ্য দিয়ে আধার কার্ড আপডেটেড রাখা জরুরি। আধার কার্ডে সবসময় সঠিক তথ্য থাকা উচিত। যেসব মেয়েরা বিয়ের পর পদবী বদলানোর কথা ভাবছেন তারা অতি সত্বর সেরে ফেলুন এই কাজ। কারণ আধার কার্ড ছাড়া সমস্ত সরকারি কাজই আটকে যাবে।

খুব সহজেই ধাপে ধাপে কয়েকটি নিয়ম মেনেই আধার কার্ডে বদলানো যায় পদবী। এর জন্য প্রথমেই যেতে হবে নিকটবর্তী আধার কেন্দ্রে। সেখানে সংশোধন ফর্ম নিয়ে সঠিক তথ্য দিয়ে সেটিকে পূরণ করতে হবে। নিজের নাম, আধার নম্বরের মতো বিষয় সঠিক ভাবে উল্লেখ করতে হবে। এরপর ওই ফর্মের সঙ্গে স্বামীর আধার কার্ডের কপি, ম্যারেজ সার্টিফিকেটের কপি এবং বিয়ের কার্ড সংযুক্ত করতে হবে। তবে সঙ্গে আসল নথিপত্রও রাখতে হবে যা আধার কেন্দ্রে থাকা আধিকারিক চেক করবেন।

এরপর জরুরি নথিপত্রের সঙ্গে ফর্মটি জমা করতে হবে আধিকারিকের কাছে। এরপর হবে বায়োমেট্রিক ভেরিফিকেশন এবং তোলা হবে ফটো। এরপর নির্ধারিত টাকা জমা দিলেই কয়েকদিন পর পরিবর্তিত পদবী সহ আধার কার্ড তৈরি হয়ে যাবে।