টেক বার্তা

ঘরে বসে আবেদন করুন রঙিন ভোটার কার্ড, জানুন সহজ পদ্ধতি

Advertisement
Advertisement

ভোটার আইডি কার্ডের গুরুত্ব সম্পর্কে কম বেশি আমরা সকলে অবগত। কেবল ভোটাধিকার প্রয়োজনেই নয়, নাগরিকত্বের প্রমানের ক্ষেত্রেও অপরিহার্য এই কার্ড। যে কোনও সরকারি এবং বেসরকারি কাজে প্রথমেই প্রয়োজন হয় ভোটার কার্ডের। সেই কারণেই Voter Card এর ছোটও কোনও ভুল ও বিচলিত করতে তুলতে পারে একজন মানুষকে। তবে এখন আর সেই কালো সাদা নয়, পাওয়া যাবে রঙিন ভোটার কার্ডও।

Advertisement
Advertisement

নির্বাচন কমিশনের সর্বশেষ আপডেট অনুসারে খুব সহজে গ্রাহক এখন আবেদন করতে পারবেন ভোটার কার্ডের জন্য। মানুষের সুবিধা মাথায় রেখে বাড়িতে রঙিন ভোটার কার্ড তৈরির পদ্ধতি প্রকাশ করেছে নির্বাচন কমিশন। কিভাবে করবেন আবেদন? চলুন জানা যাক-

Advertisement

১। ১টি রঙিন ভোটার কার্ডের জন্য আপনাকে প্রথম যেতে হবে nvsp এর সাইটে।
২। এবার হোম পেজে গিয়ে সেখান থেকে পোর্টালে বক্সে ক্লিক করতে হবে।
৩। সেখানে জনগণ https://voterportal.eci.gov.in পোর্টালে যেতে হবে। এবার ওখানে নিজেদের রেজিস্টার করতে হবে।
৪। এর পর প্রার্থীদের একটি ফর্ম দেওয়া হবে। সেখানে নিজের সমস্ত তথ্য তাকে দিতে হবে। এই সাবমিট করার বিষয়ে সংক্রান্ত সমস্ত তথ্য নিজের কাছে রেখে দিতে হবে গ্রাহককে।
৫। এর সাথে আপনার যদি কোনও নতুন কার্ড তৈরি করতে হয়, তবে Form 6 তে গিয়ে ভরতে হবে। দেশের যে কোনও প্রান্তে এইভাবে ভোটার কার্ডের আবেদন করা যাবে বলে জানানো হয়েছে।

Advertisement
Advertisement
Advertisement

Related Articles

Back to top button