সেখান থেকে অস্ট্রেলিয়ার সিডনিতে পৌঁছনোর বিমান ধরতে গেলে তাঁকে যথাযথ নিয়ম না মানার অজুহাত দিয়ে আটকে দেওয়া হয়। অবশেষে গত ১৪ অক্টোবর তিন ঘন্টার জার্নি করে সিডনিতে পৌঁছান কৃষ্ণা। তারপর সেখানে কোয়ারান্টাইন কাটিয়ে অবশেষে সিডনি থেকে দিল্লি বিমান ধরেন এটিকে-মোহনবাগান অধিনায়ক। সিডনি থেকে ১৬ অক্টোবর ১৩ ঘণ্টা বিমান জার্নির পর দিল্লিতে পৌঁছান তিনি। তারপর সেখানে এক দিনের কোয়ারেন্টাইন কাটিয়ে অবশেষে গোয়ায় পা রাখেন এটিকে-মোহনবাগান ক্যাপ্টেন। সেখানেও আবার তাঁকে ১৪ দিনের কোয়ারেন্টাইন কাটাতে হয়। তারপর অবশেষে আইএসএল খেলার আগে মাঠে প্রাকটিস করার অনুমতি পেলেন কৃষ্ণা। সব মিলিয়ে ফিজি থেকে গয়ায় আসার এই রোমাঞ্চকর জার্নিকে মনে রেখেই আইএসএলের জন্য শেষ মুহূর্তের প্রস্তুতি নিতে মরিয়া দলের এই তরুণ স্ট্রাইকার।It took 40 long days to get here. Four flight connections, 10 covid tests and 30 days in quarantine in 3 different countries. Yesterday was my first day back at training. So excited to be with the boys again as we prepare for another exciting season. #Eksathe #JoyMohunBagan 🙌🏼 pic.twitter.com/4GVR2ZAP8d
— Roy Krishna 🇫🇯🇳🇿 (@RoyKrishna21) November 3, 2020
জেনে নিন, তিন দেশে কোয়ারান্টাইন কাটিয়ে এটিকে-মোহনবাগান অধিনায়কের ফিজি থেকে এ দেশে আসার রোমাঞ্চকর গল্প
গোয়া: আগামিকাল, শুক্রবার থেকে শুরু হতে চলেছে সপ্তম ইন্ডিয়ান সুপার লিগ বা আইএসএল। প্রথম ম্যাচেই কেরালা ব্লাস্টার্সের মুখোমুখি হতে চলেছে এটিকে-মোহনবাগান। অ্যাটলেটিকো দি কলকাতা আইএসএলের শুরুর দিন থেকে এই টুর্নামেন্ট…

আরও পড়ুন