Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

SBI Fixed Deposit: প্রবীণ নাগরিকদের জন্য উচ্চ সুদের হার, ৩ লক্ষ টাকা বিনিয়োগে FD তে কত রিটার্ন দেবে SBI জানুন

অর্থ বিনিয়োগের (Investment) ক্ষেত্রে প্রবীণ নাগরিকদের মধ্যে অধিকাংশই ভরসা করেন ফিক্সড ডিপোজিটের উপরে। কারণ এখানে ঝুঁকি হীন ভাবে বিনিয়োগ করা যায়। সঙ্গে পাওয়া যায় নিশ্চিত রিটার্ন। তাই ফিক্সড ডিপোজিটেই বিনিয়োগের…

Avatar

By

অর্থ বিনিয়োগের (Investment) ক্ষেত্রে প্রবীণ নাগরিকদের মধ্যে অধিকাংশই ভরসা করেন ফিক্সড ডিপোজিটের উপরে। কারণ এখানে ঝুঁকি হীন ভাবে বিনিয়োগ করা যায়। সঙ্গে পাওয়া যায় নিশ্চিত রিটার্ন। তাই ফিক্সড ডিপোজিটেই বিনিয়োগের প্রবণতা বেশি দেখা যায় প্রবীণ নাগরিকদের মধ্যে। আর এই প্রবণতাকে কাজে লাগিয়েই এফডি তে আরো বেশি বিনিয়োগের জন্য উৎসাহিত করতে ব্যাঙ্কিং এবং নন ব্যাঙ্কিং সংস্থাগুলি প্রবীণ নাগরিকদের বেশি হারে সুদ দিয়ে থাকে।

স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়াও প্রবীণ নাগরিকদের জন্য ফিক্সড ডিপোজিটে একাধিক সুবিধা প্রদান করে থাকে। এক বছরের ফিক্সড ডিপোজিটের জন্য এখানে সুদের হার ৭.৩০%, ৩ বছরের জন্য সুদের হার ৭.২৫% এবং ৫ বছরের এফডি এর জন্য সুদের হার ৭.৫০%।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

এসবিআই এর এফডি তে যদি ৩ লক্ষ টাকা বিনিয়োগ করা হয়, তবে এক বছরে ৭.৩০% হারে সুদের হিসাবে তিনি পাবেন ২২,৫০৭ টাকা। এই রিটার্ন সহ এক বছরের প্ল্যানে মেয়াদ পূর্তির পরিমাণ হল ৩,২২,৫০৭ টাকা। ৩ বছরের ক্ষেত্রে সুদের হার ৭.২৫%। এই প্ল্যানে যদি ৩ লক্ষ টাকা বিনিয়োগ করা হয় তাহলে সুদ পাওয়া যাবে ৭২,১৬৪ টাকা।

৫ বছরের জন্য এসবিআই ফিক্সড ডিপোজিটে সুদের হার দেয় ৭.৫০%। এই স্কিমে ৩ লক্ষ টাকার বিনিয়োগে ১,৩৪,৯৮৪ টাকা সুদ পাওয়া যাবে। ৫ বছরের মেয়াদ পূর্তিতে সুদসহ পাওয়া যাবে ৪,৩৪,৯৮৪ টাকা। পাশাপাশি ৫ বছরে আয়কর আইনের ধারা ৮০ সি এর অধীনে ১.৫০ লক্ষ টাকা জমার উপরে আয়কর সুবিধাও পাওয়া যাবে। ভবিষ্যৎ সুরক্ষিত করতে বর্তমানে সঞ্চয় করে রাখেন কমবেশি সকলেই। যারা কর্মজীবনে প্রবেশ করেছেন তারা রোজগার করা অর্থের কিছুটা রাখেন সঞ্চয়ের জন্য। এই টাকাটা বিনিয়োগ করতে তারা মূলত এমন মাধ্যম খোঁজেন যেখানে টাকা থাকবে সুরক্ষিত এবং রিটার্নও পাওয়া যায় মোটা অঙ্কে।

About Author