শুক্রবার, ১০ মে অক্ষয় তৃতীয়া (Akshay Tritiya)। এই দিনটি শুভ বলে মনে করেন হিন্দু ধর্মাবলম্বীরা। আর এই বিশেষ দিনে সোনা (Gold) কেনার চল রয়েছে বহু যুগ ধরে। অক্ষয় তৃতীয়ার দিন সোনা কেনা শুভ বলে মনে করেন অনেকেই। তাই এই দিনে একটু হলেও সোনা কেনার চেষ্টা করে থাকেন অনেকে। তার জন্য সোনার দরের দিকে নজর রাখেন কমবেশি সকলেই। অক্ষয় তৃতীয়ার ঠিক আগে সোনার দর (Gold Price) কত করে চলছে?
হীরে, প্ল্যাটিনাম যতই বাজার দখল করুক না কেন, সোনা এখনো মূল্যবান ধাতু তালিকায় প্রথম দিকেই থাকবে। যেকোনো শুভ অনুষ্ঠানে সোনার গুরুত্ব থাকে অনেক। পাশাপাশি সোনায় বিনিয়োগও করে থাকেন বহু মানুষ। তাই সোনার দরের দিকে চোখ রাখতেই হয়। সোনার দাম কখনো এক থাকে না। ওঠাপড়া লেগেই থাকে। যদিও ইদানিং সোনার দাম অনেকটা বেড়ে যাওয়ায় তা কেনার আগে দু বার চিন্তা করতে হয় মধ্যবিত্তকে। কিন্তু অক্ষয় তৃতীয়ার আগে যখন সোনা কেনার পরিকল্পনা করছেন অনেকে তখন সোনার দর কত বাড়ল বা কমল?
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowআগামীকাল অক্ষয় তৃতীয়ায় যারা সোনা কেনার পরিকল্পনা করছেন তাদের জন্য রয়েছে সুখবর। কারণ বৃহস্পতিবার, ৯ মে সোনার দর একটু হলেই পড়েছে। ২২ ক্যারাট সোনার দাম গ্রামের নিরিখে ৮ মে, বুধবার- ১০ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম ছিল ৬৬২৫০ টাকা। বৃহস্পতিবার, ৯ মে একই পরিমাণ সোনার দাম হয়েছে ৬৬৪০০ টাকা।
কমেছে রূপোর দামও। ৮ মে, বুধবার ১ কেজি রূপোর দাম ছিল ৮৫০০০ টাকা। বৃহস্পতিবার, ৯ মে একই পরিমাণ রূপোর দাম কমে হয়েছে ৮৪৯০০ টাকা। অক্ষয় তৃতীয়া দিনটিকে শুভ দিন হিসেবে মানা হয় হিন্দু ধর্মে। এই শুভ দিনে অনেকেই নতুন বিনিয়োগ শুরু করেন। অক্ষয় তৃতীয়ার দিনে সোনা কেনাকেও এক রকম বিনিয়োগ হিসেবেই দেখেন অনেকে। তাই সোনার দর দেখে এদিন কেনা যেতেই পারে সোনালি ধাতু।