আজকালকার দিনে দেশের অধিকাংশ বাড়িতেই রান্নাঘরে গ্যাস সিলিন্ডার রয়েছে এবং সেই গ্যাস সিলিন্ডার ব্যবহার করেই খাবার বানানো হয়ে থাকে। কিন্তু অনেক সময় এমন হয় মাঝপথে রান্না করতে গিয়ে গ্যাস শেষ হয়ে যায় এবং সেই সময় রান্না করতে গিয়ে নানা সমস্যায় পড়তে হয়। কিন্তু আপনি কি জানেন, আপনার গ্যাস সিলিন্ডার ভর্তি কিনা সেটা আপনি বাইরে থেকেই জানতে পারবেন। এমন একটা পদ্ধতি রয়েছে যার মাধ্যমে সাধারণ মানুষ ঘরে বসেই জানতে পারবেন তার সিলিন্ডারে কতটা গ্যাস অবশিষ্ট রয়েছে। এরপরে আপনি নতুন সিলিন্ডার রিফিল করবেন এবং গ্যাস শেষ হওয়ার আগে বাড়িতেও রাখবেন একটি নতুন সিলিন্ডার। গ্যাস শেষ হওয়ার আগে জেনে নিন কিভাবে এই কাজটা করা যায়।
আপনাদের জানিয়ে রাখি এই পরীক্ষা করার জন্য আপনার কিন্তু একটি ভেজা কাপড়ের প্রয়োজন হবে। আপনার এলপিজি সিলিন্ডারে কতটা গ্যাস অবশিষ্ট আছে তা জানতে চাইলে একটি ভেজা কাপড় দিয়ে প্রথমে সিলিন্ডার কে ঢেকে রাখতে হবে। এরপর কিছুক্ষণ পরে আপনাকে ভেজা কাপড়টি সিলিন্ডার থেকে সরিয়ে ফেলতে হবে। সিলিন্ডাকে কিছুক্ষণ ভেজা কাপড় দিয়ে ঢেকে রাখলে সিলিন্ডার ভেজা কাপড় থেকে বেশিরভাগ জল শুষে নেবে এবং কিছুক্ষণ পরে সিলিন্ডারের খালি অংশ থেকে জল দ্রুত শুকিয়ে যাবে। আর এর মাধ্যমে আপনি জানতে পারবেন আপনার কাছে কতটা গ্যাস বাকি রয়েছে।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowযেটুকু জায়গার জল শুকোবে না সেই জায়গাতে মনে করবেন গ্যাস রয়েছে। আপনাদের জানিয়ে রাখি, সিলিন্ডারের খালি অংশটা কিন্তু ভিতর থেকে গরম থাকে এবং সেই কারণে সেই জায়গা থেকে বেশি তাড়াতাড়ি জল শুকিয়ে যায়। এইভাবে আপনি সহজেই জানতে পারবেন আপনার সিলিন্ডারে কতটা গ্যাস অবশিষ্ট রয়েছে।