বর্তমান যুগে ব্যাংকিং ব্যবস্থার সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে গেছে প্রত্যেকটি মানুষের জীবন। আসলে ডিজিটাল দুনিয়ার সাথে পাল্লা দিয়ে চলতে গিয়ে আজকাল লেনদেনের জন্য ব্যাংকিং ব্যবস্থা অন্যতম হয়ে উঠেছে। আর যত মানুষ এই ব্যাংকিং ব্যবস্থার উপর নির্ভরশীল হয়ে পড়ছে ততই ব্যাংকিং ব্যবস্থা আরও উন্নত হচ্ছে। প্রায় সবার কাছেই রয়েছে সেভিংস অ্যাকাউন্ট। তবে আপনি কি জানেন সেভিংস অ্যাকাউন্টে মানুষ সর্বাধিক কত টাকা রাখতে পারেন? না জানা থাকলে আয়কর সমস্যায় জড়িয়ে যেতে পারেন কিন্তু। তাই বিস্তারিত জানতে এই প্রতিবেদনটি অবশ্যই সম্পূর্ণ পড়ুন।
বিশেষত এই সেভিংস অ্যাকাউন্ট সকলেই টাকা লেনদেন, টাকা জমা ও তোলা ইত্যাদির কাজে লাগে। এছাড়া অনেকেই এই অ্যাকাউন্টে টাকা সঞ্চয় করেন। এই অবস্থায় অবশ্যই সকলের জানা উচিত এই সেভিংস অ্যাকাউন্টে সর্বাধিক কত টাকা রাখা যায়। আপনাদের জানিয়ে রাখি আরবিআই গাইডলাইন অনুসারে সেভিংস একাউন্টে টাকা রাখার কোনো নির্দিষ্ট সীমা নেই। এই ব্যাংক অ্যাকাউন্টে আপনি যত খুশি টাকা রাখতে পারেন। তবে আপনাকে একটি বিশেষ জিনিস খেয়াল রাখতে হবে যে আপনার জমা করা টাকার পরিমাণ যদি আইটিআর আওতার অধীনে আসে তাহলে আপনাকে সেই সম্পর্কে তথ্য জমা দিতে হবে।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowআসলে আইটিআর বিভাগ দেশের সমস্ত লেনদেনের হিসাব জানে। আয়কর আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট এর নগদ জমা দেওয়া অর্থের পরিমানের তথ্য ব্যাংক থেকে পেয়ে যায়। সেন্ট্রাল বোর্ড অফ ডাইরেক্ট ট্যাক্সেস একটি আর্থিক বছরে ব্যাংকের থেকে ১০ লক্ষ টাকা বেশি নগদ জমার একটি রিপোর্ট নেয় যা বাধ্যতামূলক। এই রিপোর্ট থেকেই তাঁরা সকলের সেভিংস অ্যাকাউন্টের সমন্ধে বিস্তারিত জানতে পারে।