Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

ধনতেরাসে কি কমবে সোনার দাম? কী বলছে বাজার মূল্য?

অক্টোবর মাস মানেই উৎসবের মাস। এ রাজ্যে যেমন বাঙালি মেতে ওঠে দুর্গোৎসব নিয়ে, ঠিক তেমনই ভিন রাজ্যে নবরাত্রি উৎসব এবং দশেরা নিয়ে মেতে ওঠে সকলে। আর এইসব উৎসব শেষে আসে…

Avatar

অক্টোবর মাস মানেই উৎসবের মাস। এ রাজ্যে যেমন বাঙালি মেতে ওঠে দুর্গোৎসব নিয়ে, ঠিক তেমনই ভিন রাজ্যে নবরাত্রি উৎসব এবং দশেরা নিয়ে মেতে ওঠে সকলে। আর এইসব উৎসব শেষে আসে দিপাবলী বা দিওয়ালী। আর দিপাবলীর আগে অর্থাৎ ধনতেরাসে সোনা কেনার হিড়িক সকলের মধ্যেই দেখা যায়। কারণ, এই শুভ মুহূর্তে সোনা কেনা একটা শুভ লক্ষণ বলেই সকলেই জানে। তাই সকলেই চেষ্টা করে, নিজেদের সাধ্যমত সোনা কিনে এই দিনে ঘরে এনে নিজের সংসারে লক্ষ্মী বিরাজ যাতে করা যায়। কিন্তু যেভাবে সোনার দাম বাড়ছে, তাতে ধনতেরাসে মধ্যবিত্তের নাগালের থাকবে কি সোনা? এই প্রশ্নই এখন সকলের মনে ঘোরাফেরা করছে। জানা গিয়েছে, সোনার দাম এখন নিম্নমুখী। বর্তমানে সোনার দাম ৫০,০০০ টাকা, ভরি প্রতি। সেপ্টেম্বর মাস থেকে সোনার দাম কমতে শুরু করেছে। সর্বোচ্চ সোনার দাম উঠেছিল ৫৫৬৮৪ টাকা।  তবে আগামী দিনে কি আদৌ সোনার দাম আরও কত কমতে পারে? দীপাবলিতে ১০ গ্রাম সোনার দাম কত হবে? এই প্রশ্ন সবার মনেই জেগেছে।

করোনা পরিস্থতিতে বিশ্বজুড়ে শেয়ার বাজার মুখ থুবড়ে পড়েছে। তবে এখন অবিচ্ছিন্ন টার্নওভার দেখা দিচ্ছে। শেয়ারের পাশাপাশি মুদ্রার বাজারে ধীরে ধীরে পুনরুদ্ধার চোখে পড়ছে। তবে সোনার দামে রয়েছে তীব্র ওঠানামা।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

তবে সোনা ব্যবসায়ীরা মনে করছেন ধনতেরাসের আগে সোনার দাম কমার সম্ভাবনা নেই। মানে একেবারে আগে যে দাম ছিল ১০ গ্রাম প্রতি সোনার, সেই দামে সোনা হয়তো নাও পাওয়া যেতে পারে। তবে ৫০ হাজারের নিচে দাম থাকবে, এমনটা বলা হচ্ছে।

দীপাবলি অবধি সোনার দামে কোনও বড় উত্থান বা পতনের কোনও সম্ভাবনা নেই। এমনকি দীপাবলীতেও প্রতি ১০ গ্রামে সোনা ৫০০০০-৫২০০০ এর মধ্যে থাকতে পারে।  সুতরাং, আপনি যদি ধনতেরাসে সোনা কিনতে চান, তাহলে আপনাকে ৫০ হাজার টাকা সোনার মূল্য এটা ভেবেই এগোতে হবে। এর থেকে কম হবে এমনটা আশা করা বৃথা।

About Author