Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

সইফের চতুর্থ ইনিংস আর করিনার দ্বিতীয় ইনিংস, কেমন কাটছে এই দম্পতির প্রেগন্যান্সি পিরিয়ড?

সইফ-করিনা ২০১৬ তে স্বাগত জানিয়েছিল তৈমুরকে। ঠিক এর চার বছরের মাথায় আবার এই দম্পতি সুখবর দেন তাদের দর্শকদের। শীঘ্রই মা হতে চলেছেন করিনা কাপুর খান। নবাব পরিবার থেকে এই গুডনিউজটা…

Avatar

সইফ-করিনা ২০১৬ তে স্বাগত জানিয়েছিল তৈমুরকে। ঠিক এর চার বছরের মাথায় আবার এই দম্পতি সুখবর দেন তাদের দর্শকদের। শীঘ্রই মা হতে চলেছেন করিনা কাপুর খান। নবাব পরিবার থেকে এই গুডনিউজটা আসে সপ্তাহ দুয়েক আগেই। খান পরিবারের এই চতুর্থ সদস্যকে নিয়ে আপ্লুত করিনা নিজেই। তাই খাবারের তালিকায় রাখছেন সবকিছু। বাদ দিচ্ছেন না টক, ঝাল, মিষ্টি। তাঁর নাকি এইবার সবই খেতে মন চাইছে। অবশ্য এইসব খাওয়া দাওয়ার মাঝে হালকা শরীরচর্চা, গার্লস গ্যাংদের সঙ্গে ঘরোয়া পার্টি, সইফের জন্মদিন পালন, কোনো কিছুই বাদ রাখছেন না।

 

View this post on Instagram

 

Happy birthday to the sparkle of my life ❤️

A post shared by Kareena Kapoor Khan (@kareenakapoorkhan) on

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

বর্তমানে লকডাউনের মাঝে বাড়ি থেকে কাজ করছেন করিনা। অভিনেত্রী তার স্বামী সাইফ আলি খানের সাথে শুটিং করেছেন এবং তিনি প্রায়শই বিটিএসের ছবি এবং ভিডিওগুলি তার ইনস্টাগ্রাম হ্যান্ডলে রাখেন এবং ভক্তদের বিনোদন দেন। কোনোভাবেই রঙ্গীন পর্দা থেকে সরতে তিনি রাজি নন, তাই তৈমুরের সময়েও করিনা তাঁর বেবি বাম্প নিয়ে বহু শো এটেন্ড করেছিলেন এমনকি ফটোশ্যুটও করেছিলেন। তাই এবারেও বছর ৩৯ এর নায়িকা একই কায়দায় তাঁর সেকেন্ড প্রেগন্যান্সি উপভোগ করছেন। তিনি নিজে তাঁর সোশ্যাল মিডিয়া এক্যাউন্ট বহু ছবি ও ভিডিও প্রকাশ করেছেন ইতিমধ্যে, করবেনও। তাই যারা করিনার বড় ফ্যান তাঁরা কিন্তু করিনার ইনস্টাগ্রাম প্রোফাইলে চোখ রাখতেই পারেন, নয়তো আমরা আছি, বলিউডের সমস্ত ব্রেকিং আপডেট পেতে সঙ্গে থাকুন।

 

View this post on Instagram

 

A post shared by Kareena Kapoor Khan (@kareenakapoorkhan) on

সম্প্রতি একটি নতুন শুটিং করার সময় তিনি তার দলের সাথে একটি ছবি ভাগ করেছেন। ছবিতে কারিনাকে আয়নায় দেখা যেতে দেখা যায় যখন তার মেকআপ টিম শ্যুটিংয়ের জন্য তার চেহারাটিকে ব্যস্ত করতে ব্যস্ত। এমনকি তার বেবি বাম্প এই ছবিতে দৃশ্যমান।

 

View this post on Instagram

 

Another day, another shoot… my warriors ❤️❤️ Missing you Poonie #TheNewNormal

A post shared by Kareena Kapoor Khan (@kareenakapoorkhan) on

About Author