বাংলা সিরিয়ালবিনোদন
‘করুণাময়ী রানি রাসমণি’ ধারাবাহিকের ‘রামকৃষ্ণ’ ওরফে সৌরভ বাস্তবে কেমন?

Advertisement
‘করুণাময়ী রানি রাসমণি’ ধারাবাহিকের হাত ধরে মানুষের মনের গভীরে পৌঁছে যাওয়া রামকৃষ্ণ (সৌরভ সাহা) বাস্তব জীবনে কিন্তু খুব রোম্যান্টিক। স্ত্রী সন্তানের সঙ্গে অফুরন্ত সময় কাটান তিনি। তাঁর সাদামাটা জীবনে স্ত্রী ও সন্তানই সব।
Advertisement
দর্শকদের কথা অনুযায়ী যেদিন থেকে ‘গদাই’ এর ভুমিকায় সৌরভ অভিনয় করছে ‘করুণাময়ী রানি রাসমণি’ ধারাবাহিকে সেদিন থেকেই এই সিরিয়ালের টিআরপি আকাশছোঁয়া হয়ে গেছে। সৌরভের ব্যতিক্রমী অভিনয় দর্শকদের মনে আলাদা জায়গা করে নিয়েছে। মায়ের প্রতি অগাধ বিশ্বাস আর ভালোবাসা প্রতিটা দর্শকদের মন জয় করেছে।
Advertisement
সম্প্রতি, পুজোর ছুটিতে স্ত্রী-ছেলেকে নিয়ে শান্তিনিকেতন থেকে ঘুরে এলেন সৌরভ।
অভিনয় করতে এসেই পরিচয় স্ত্রী সুস্মিতার সঙ্গে।‘কে তুমি নন্দিনী’ সিরিয়ালে একসঙ্গে কাজ করেন সউরভ-সুস্মিতা।