এবার করোনায় আক্রান্ত এক পড়ুয়া তার নিজের যুদ্ধের অভিজ্ঞতাগুলি জানালেন ‘হিউম্যানস্ অফ বম্বে’-কে। মুম্বইয়ের হৃষি গিরিধর ‘লন্ডন স্কুল অফ ইকনোমিকস’-এর ঋষি নামের ওই পড়ুয়া জানিয়েছেন, তিনি যে কলেজে পড়াশোনা করতেন সেখানে আরও ৪৫ টি দেশ থেকে পড়ুয়ারা পড়াশোনা করতে আসত। যেহেতু বিভিন্ন দেশ থেকে পড়ুয়ারা ওই কলেজে পড়তে আসত তাই একটা ভয়ের ব্যাপার ছিল।
তিনি জানান, শীতকালীন ছুটির পর পুনরায় কলেজ খুললে জানা যায় ওই কলেজে একজনের করোনা পজেটিভ রিপোর্ট এসেছে। এরপর কলেজ চত্বরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঋষি নামের ওই পড়ুয়া জানান, এরপর তিনি বাড়ি ফিরে নিজেকে হোম কোয়ারেন্টাইনে রাখেন। ফিরে আসার দ্বিতীয় দিন থেকেই তার শরীরের অবনতি ঘটতে শুরু করে। ঘটনার পাঁচ দিনের মাথায় যখন জ্ঞান হারান তখন তাকে কস্তুরবা হাসপাতালে ভর্তি করা হয়।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowওই পড়ুয়া আরও জানিয়েছেন, হাসপাতালের পরিবেশ আনন্দদায়ক ছিল। নার্স ও ডাক্তারেরা তাকে যত্ন ও শুশ্রূষার মাধ্যমে যেভাবে সুস্থ করে তুলেছেন তা তিনি বারবার উল্লেখ করেছেন এছাড়াও তার পাশে ছিল তার পরিবার ও বন্ধুবান্ধব।