এই বছর সেই একই দিনে রিয়া চক্রবর্তী বাইকুল্লা জেলেই রাত কাটাচ্ছেন, এদিকে মহেশ জি তাঁর একরত্তি মেয়ে আলিয়ার সঙ্গে বেশ উপভোগ করছেন ৭২ এর জন্মদিন। প্রসঙ্গত, ২০২০ র ৮ ই জুন সুশান্তের ফ্ল্যাট ছাড়বার পর কেন মহেশ ভাটকে মেসেজ করেছিলেন রিয়া? সেদিন তো কোন জন্মদিন ছিল না! এই প্রসঙ্গে রিয়া চক্রবর্তী বলেছিলেন, “হ্যাঁ, আমি মহেশ ভাট সাহাবের সঙ্গে কথা বলেছিলাম কারণ উনি আমার বাবার মতো, আমি ওঁনাকে ফোন করেছিলাম..বলেছিলাম সুশান্ত আমাকে চলে যেতে বলেছে, আমি পুরোপুরি বিধ্বস্ত। উনি আমাকে বলেন বাবার কথা ভাব এবং বাড়ি ফিরে যাও। আমি ভেঙে যেতে পারি না। এই কথাই উনি বলেছিলেন। এই কথোপকথনটা ভুলভাবে মানুষ বুঝছে। আমাকে উনার গার্লফ্রেন্ড হিসাবে তুলে ধরা হচ্ছে, যেখানে উনার আমার বয়সী মেয়ে রয়েছে। আমার কি কারুর সঙ্গে পরামর্শ করবারও অধিকার নেই?”
মহেশ ভাটের জন্মদিন কীভাবে সেলিব্রেট করেছিল রিয়া চক্রবর্তী? দেখুন
"মহেশ ভাট আমার বাবার মতো, তবুও আমাকে ওঁনার গার্লফ্রেন্ড বলা হচ্ছে" এটাই ছিল প্রয়াত সুশান্তের প্রেমিকা রিয়া চক্রবর্তীর। কিন্তু একজন ৭২ বছর বয়স্কর সঙ্গে একটি ২৮ বছরের মেয়ের প্রেম কি…

আরও পড়ুন