Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

ঠোঁটে ঠোঁট রেখে প্রিয়াঙ্কা-নিক, জন্মদিনে অন্তরঙ্গ ভিডিও ফাঁস

২৭ থেকে ২৮ এ ঝাঁপ দিলেন প্রিয়াঙ্কার নিক। ওহ, প্রিয়াঙ্কার ফরেভার জীবনসঙ্গী। ৩৮ এর তনয়া আর ২৮ এর প্রেম জমজমাট। সোশ্যাল মিডিয়ায় এই দম্পতির ছবি সবসময়ই ঘোরাফেরা করে। গতকাল অর্থাৎ…

Avatar

২৭ থেকে ২৮ এ ঝাঁপ দিলেন প্রিয়াঙ্কার নিক। ওহ, প্রিয়াঙ্কার ফরেভার জীবনসঙ্গী। ৩৮ এর তনয়া আর ২৮ এর প্রেম জমজমাট। সোশ্যাল মিডিয়ায় এই দম্পতির ছবি সবসময়ই ঘোরাফেরা করে। গতকাল অর্থাৎ ১৬ তারিখ ছিল নিক জোনাসের জন্মদিন। সেই জন্মদিনেই নিকের একগুচ্ছ ছবি দিয়ে উইশ করলেন অভিনেত্রী। চলুন দেখে নিই কি ভাবে উইশ করলেন পিগি চপস।

 

View this post on Instagram

 

So grateful you were born. Happy birthday my love. ?❤️? @nickjonas

A post shared by Priyanka Chopra Jonas (@priyankachopra) on

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

২০১৮-র ১ ডিসেম্বর নিক জোনাসের সঙ্গে সাতপাকে বাঁধা পড়েছিলেন প্রিয়াঙ্কা চোপড়া। কিন্তু প্রেম শুরু হয়েছিলো ২০১৬ থেকেই। তখন থেকেই মার্কিন গায়ক নিক-এর সঙ্গে কথোপকথন শুরু করেন পিগি চপস। এরপর, ২০১৭ তে অস্কার পরবর্তী এক পার্টিতে প্রথম দুজনের সাক্ষাৎ হয় এবং সেখানেই হলভরতি অভ্যাগতদের মাঝে হাঁটু মুড়ে বসে দেশি গার্লকে প্রেম নিবেদন করেন নিক। ব্যাস প্রেম জমে ক্ষীর। এরপর বিয়ে আর এখন জমিয়ে সংসার আর কেরিয়ার উপভোগ করছেন দেশি গার্ল।
ঠোঁটে ঠোঁট রেখে প্রিয়াঙ্কা-নিক, জন্মদিনে অন্তরঙ্গ ভিডিও ফাঁস

About Author