কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য একের পর এক সুখবর নিয়ে আসছে মোদি সরকার। সম্প্রতি প্রাপ্ত খবর অনুসারে আগামী মাসেই কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের বেতন আরো একবার বাড়তে চলেছে। তার সাথে সাথেই বাড়ছে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের এইচআরএ। বর্তমানে কর্মচারীরা সরকার থেকে ৪২ শতাংশ হারে মহার্ঘ ভাতা পাচ্ছেন। সংবাদমাধ্যমের খবর সূত্রে, এর সাথেই এবার বাড়ি ভাড়া ভাতা বাড়িতে চলেছে কেন্দ্রীয় সরকারী কর্মচারীদের। কেন্দ্রীয় কর্মচারীদের বেতন নিয়ে সরকার নানা পরিকল্পনা শুরু করেছে এবং এর প্রভাব আগামী মাস থেকে দেখতে শুরু করবেন কেন্দ্রীয় সরকারী কর্মচারীরা।
ইতিমধ্যেই মোদি সরকার Hra বৃদ্ধি করবে বলে সরকারের পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। মিডিয়া রিপোর্ট অনুসারে ২০২৩-২৪ আর্থিক বছরের একেবারে শেষ নাগাদ মহার্ঘ ভাতা বাড়তে পারে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের। সেক্ষেত্রে মহার্ঘ ভাতা ৫০ শতাংশ হয়ে যেতে পারে বলেও মনে করছেন অর্থনৈতিক বিশেষজ্ঞরা। যদি মহার্ঘ ভাতা ৫০ শতাংশ হয়ে যায় তাহলে মূল বেতনের সাথে এই বেতন যোগ করা হবে এবং তারপরে আবার নতুন করে মহার্ঘ ভাতা গণনা শুরু হবে। যদি মহার্ঘ ভাতা ৫০ শতাংশ হয়ে যায় সেক্ষেত্রে সরকার HRA নতুন করে সংশোধন করবে। তবে আপাতত যেহেতু বহুদিন হাউজ রেন্ট অ্যালাউয়েন্স বাড়ানো হয়নি, তাই খুব শীঘ্রই সরকার এই সম্পর্কিত একটি সিদ্ধান্ত গ্রহণ করতে পারে।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowখবর অনুযায়ী শেষবার জুলাই ২০২১-এ HRA বৃদ্ধি হয়েছিল কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের। সেই সময় মহার্ঘ ভাতা সংশোধন হয়েছিল ২৫ শতাংশ। এরপর কেন্দ্রীয় সরকারের মহার্ঘ ভাতা অনেকটা বৃদ্ধি পেলেও, বাড়ি ভাড়া ভাতা বৃদ্ধি পায়নি। তাই এবারে সরকার আবারও তার হাউজ রেন্ট ভাতা পরিবর্তন করতে পারে। যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে খুব শীঘ্রই ৩০ শতাংশ হবে এইচআরএ।